স্বৈরাচারবিরোধী ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে যশোরের আহতদের মাঝে আর্থিক অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে হট্টগোলের সৃষ্টি হয়েছে। বুধবার (১৪ মে) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ে এই বিতরণ চলাকালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা আহতদের তালিকায় ভুয়া ব্যক্তিদের অন্তর্ভুক্তির অভিযোগ তুললে উত্তেজনা দেখা দেয়।
তালিকায় অনিয়ম, স্বজনপ্রীতি ও দায়িত্বহীনতার অভিযোগ তুলে আন্দোলনকারী ছাত্ররা স্লোগান দিয়ে প্রতিবাদ জানান। জেলা প্রশাসনের পক্ষ থেকে দাবি করা হয়, স্বাস্থ্য মন্ত্রণালয়ের তৈরি করা তালিকা যাচাই করেছে জেলা কমিটি, যেখানে ছাত্র প্রতিনিধিরাও ছিলেন।
তবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা জানান, অনেক ব্যক্তি আন্দোলনের সঙ্গে জড়িত ছিলেন না বা আহত হননি, অথচ তাদের নাম অন্তর্ভুক্ত হয়েছে। তারা দাবি করেন, প্রকৃত জুলাই যোদ্ধাদের তালিকা পুনরায় যাচাই করে সংশোধন করতে হবে।
হট্টগোলের মধ্যেও জেলা প্রশাসক মো. আজাহারুল ইসলাম সি ক্যাটাগরির ৬৬ জন আহত ব্যক্তিকে এক লাখ টাকা করে চেক প্রদান করেন। অনুষ্ঠানে সিভিল সার্জন, প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা ও স্থানীয় গণমাধ্যম প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।