ঢাকা , মঙ্গলবার, ১৩ মে ২০২৫, ৩০ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ :
পরিচ্ছন্ন ও সবুজ চট্টগ্রাম গড়তে দল-মত নির্বিশেষে কাজের আহ্বান মেয়রের শিক্ষার্থীদের হাতে প্রধান শিক্ষক লাঞ্ছিত, ভিডিও ভাইরাল পুলিশ দেখে পুকুরে ঝাঁপ, ইউপি সদস্য গ্রেফতার ভাটিয়ারীতে ভাসানচর থেকে পালিয়ে আসা ৪০ রোহিঙ্গা আটক মহেশপুর সীমান্তে নারী ও শিশুসহ ৫৯ জন আটক আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত করে প্রজ্ঞাপন জারি সঞ্চয়ের চেয়ে ভাঙতেই বেশি নজর গ্রাহকের চুয়াডাঙ্গা সীমান্তে ভারত থেকে অনুপ্রবেশকারী ১৪ জনকে আটক করল বিজিবি আগরতলায় বিজিবি-বিএসএফ ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে বৈঠক, পুশইন ও মাদক ইস্যুতে আলোচনা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার শেষ না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারণা নিষিদ্ধ

শিক্ষার্থীদের হাতে প্রধান শিক্ষক লাঞ্ছিত, ভিডিও ভাইরাল

ফরিদপুরের বোয়ালমারীতে ময়না এসি বোস ইনস্টিটিউশনের প্রধান শিক্ষক মোকলেসুর রহমান ও অন্যান্য শিক্ষককে তালাবদ্ধ করে অবরুদ্ধ করে রাখে শিক্ষার্থীরা। একপর্যায়ে প্রধান শিক্ষককে লাঞ্ছিতও করা হয়। সোমবার (১২ মে) দুপুরে বিদ্যালয়ের কক্ষে এ ঘটনা ঘটে।

 

প্রধান শিক্ষককে লাঞ্ছিত করার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়।

 

জানা যায়, প্রধান শিক্ষকের বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ এনে আগে থেকেই শিক্ষার্থীরা বিক্ষোভ করছিল। ২৪ এপ্রিল উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগও দেয় তারা। এরপর প্রধান শিক্ষক স্কুলে না এলেও সোমবার তিনি বহিরাগতদের নিয়ে স্কুলে আসলে শিক্ষার্থীরা ক্ষিপ্ত হয়ে ওঠে।

 

তারা শিক্ষকদের একটি কক্ষে আটকে রেখে বাইরে থেকে তালা দেয়। পরে প্রধান শিক্ষকের কক্ষে ঢুকে তাকে গায়ে হাত তুলে লাঞ্ছিত করে।

 

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং শিক্ষক-কর্মচারীদের উদ্ধার করে।

 

বিদ্যালয়ের সভাপতি ও ইউএনও তানভীর হাসান চৌধুরী জানান, ঘটনার তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। প্রধান শিক্ষকের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।

জনপ্রিয়

পরিচ্ছন্ন ও সবুজ চট্টগ্রাম গড়তে দল-মত নির্বিশেষে কাজের আহ্বান মেয়রের

শিক্ষার্থীদের হাতে প্রধান শিক্ষক লাঞ্ছিত, ভিডিও ভাইরাল

প্রকাশিত: ৯ ঘন্টা আগে

ফরিদপুরের বোয়ালমারীতে ময়না এসি বোস ইনস্টিটিউশনের প্রধান শিক্ষক মোকলেসুর রহমান ও অন্যান্য শিক্ষককে তালাবদ্ধ করে অবরুদ্ধ করে রাখে শিক্ষার্থীরা। একপর্যায়ে প্রধান শিক্ষককে লাঞ্ছিতও করা হয়। সোমবার (১২ মে) দুপুরে বিদ্যালয়ের কক্ষে এ ঘটনা ঘটে।

 

প্রধান শিক্ষককে লাঞ্ছিত করার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়।

 

জানা যায়, প্রধান শিক্ষকের বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ এনে আগে থেকেই শিক্ষার্থীরা বিক্ষোভ করছিল। ২৪ এপ্রিল উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগও দেয় তারা। এরপর প্রধান শিক্ষক স্কুলে না এলেও সোমবার তিনি বহিরাগতদের নিয়ে স্কুলে আসলে শিক্ষার্থীরা ক্ষিপ্ত হয়ে ওঠে।

 

তারা শিক্ষকদের একটি কক্ষে আটকে রেখে বাইরে থেকে তালা দেয়। পরে প্রধান শিক্ষকের কক্ষে ঢুকে তাকে গায়ে হাত তুলে লাঞ্ছিত করে।

 

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং শিক্ষক-কর্মচারীদের উদ্ধার করে।

 

বিদ্যালয়ের সভাপতি ও ইউএনও তানভীর হাসান চৌধুরী জানান, ঘটনার তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। প্রধান শিক্ষকের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।