ফরিদপুরের বোয়ালমারীতে ময়না এসি বোস ইনস্টিটিউশনের প্রধান শিক্ষক মোকলেসুর রহমান ও অন্যান্য শিক্ষককে তালাবদ্ধ করে অবরুদ্ধ করে রাখে শিক্ষার্থীরা। একপর্যায়ে প্রধান শিক্ষককে লাঞ্ছিতও করা হয়। সোমবার (১২ মে) দুপুরে বিদ্যালয়ের কক্ষে এ ঘটনা ঘটে।
প্রধান শিক্ষককে লাঞ্ছিত করার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়।
জানা যায়, প্রধান শিক্ষকের বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ এনে আগে থেকেই শিক্ষার্থীরা বিক্ষোভ করছিল। ২৪ এপ্রিল উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগও দেয় তারা। এরপর প্রধান শিক্ষক স্কুলে না এলেও সোমবার তিনি বহিরাগতদের নিয়ে স্কুলে আসলে শিক্ষার্থীরা ক্ষিপ্ত হয়ে ওঠে।
তারা শিক্ষকদের একটি কক্ষে আটকে রেখে বাইরে থেকে তালা দেয়। পরে প্রধান শিক্ষকের কক্ষে ঢুকে তাকে গায়ে হাত তুলে লাঞ্ছিত করে।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং শিক্ষক-কর্মচারীদের উদ্ধার করে।
বিদ্যালয়ের সভাপতি ও ইউএনও তানভীর হাসান চৌধুরী জানান, ঘটনার তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। প্রধান শিক্ষকের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।