সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যক্তিগত সহকারী এস এম মিজানুর রহমানকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৮ মে) রাত ১০টায় রাজধানীর সায়েন্সল্যাব এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
এর আগে ঢাকা কলেজের শিক্ষার্থীসহ পথচারীরা তাকে দেখে আটক করে এবং পরে পুলিশের কাছে হস্তান্তর করে। বর্তমানে তিনি নিউমার্কেট থানায় রয়েছেন।
নিউমার্কেট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহসীন উদ্দিন জানান, মিজানুর রহমানের বিরুদ্ধে বৈষম্যবিরোধী আন্দোলনের একটি হত্যা মামলা রয়েছে। ওই মামলাতেই তাকে গ্রেফতার দেখানো হয়েছে।