ঢাকা , মঙ্গলবার, ০৬ মে ২০২৫, ২২ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ :
আওয়ামী লীগ নেতা হাবিবুর রহমান সিরাজ আর নেই ৫ মে’র ঘটনার ভিডিওচিত্র প্রদর্শন করল হেফাজতে ইসলাম গাইবান্ধা নওগাঁয় বজ্রপাতে দুইজনের মৃত্যু খালেদা জিয়ার আগমন ঘিরে ডিএমপির বিশেষ ট্রাফিক নির্দেশনা দাওরায়ে হাদিস সনদধারীদের চাকরি ও উচ্চশিক্ষা নিশ্চিতকরণে ধর্ম উপদেষ্টার সঙ্গে কওমি প্রতিনিধিদের বৈঠক বৈধ পথে বাংলাদেশি শ্রমিক নিতে আগ্রহী ইতালি: স্বরাষ্ট্র উপদেষ্টা স্বাস্থ্য খাতের তাৎক্ষণিক সংস্কারে উদ্যোগের নির্দেশ প্রধান উপদেষ্টার মাতৃভূমি রক্ষায় বিমান বাহিনী প্রতিশ্রুতিবদ্ধ: হাসান মাহমুদ খাঁন হজযাত্রীদের সকাল ৬টার মধ্যে হজক্যাম্পে পৌঁছানোর নির্দেশ ধর্ম মন্ত্রণালয়ের বাংলাদেশ ও পাকিস্তান সীমান্তে নতুন দুটি সেক্টর তৈরি করতে চায় বিএসএফ

কর্ণফুলীতে বকেয়া বেতনের দাবিতে কারখানা শ্রমিকদের সড়ক অবরোধ

কর্ণফুলীতে বকেয়া বেতনের দাবিতে সড়ক অবরোধ ও বিক্ষোভ করেছেন গোল্ডেন সন লিমিটেডের শ্রমিকরা। এসময় বিক্ষুব্ধ শ্রমিকরা তাদের দুই মাসের বকেয়া বেতন পরিশোধ করার দাবি জানান। উপজেলার চরপাথরঘাটা ইউনিয়নের খোয়াজনগরের সৈন্যারটেক এলাকায় গোল্ডেন সন লিমিটেড কারখানায় শ্রমিকরা রোববার সকাল ৬টা থেকে এসব দাবিতে আন্দোলনে নামেন। বেলা সাড়ে ১১টা পর্যন্ত কারখানার সামনে ও সড়ক অবস্থান নিয়ে মুহুর্মুহু স্লোগান দেন তারা। এ সময় ওই সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। এতে সড়কের দু’পাশে শত শত গাড়ি আটকা পড়ে এবং যানজটে গন্তব্যে যাওয়া মানুষ দুর্ভোগে পড়ে। এতে সড়কের উভয় পাশে প্রায় দুই কিলোমিটার যানজটের সৃষ্টি হয়। পরে কর্ণফুলী থানা পুলিশ ও সেনাবাহিনীর একটি টিম ঘটনাস্থলে এসে শ্রমিক ও কারখানার কর্মকর্তাদের সাথে মধ্যস্থতা করে শ্রমিকদের দাবি মেনে নিলে অবরোধ তুলে নেন শ্রমিকরা। উল্লেখ্য, গোল্ডেন সন লিমিটেড নামক এই কারখানায় ২০টি আলাদা ইউনিটে হাজারও শ্রমিক কাজ করেন। কারখানায় ফ্যান, বিভিন্ন খেলনা, পারফিউমসহ নানা ধরনের পণ্য উৎপাদন হয়। কারখানার শ্রমিকরা জানান, তাদের গত মার্চ–এপ্রিলের বেতন পরিশোধ করেনি কর্তৃপক্ষ। এছাড়াও অনেক শ্রমিকের তিন চার মাসের বেতন বকেয়া রয়েছে। আন্দোলনরত শ্রমিকদের দাবির মধ্যে অন্যতম হলো পূর্বের সকল বকেয়া পরিশোধ করা, শ্রমিকের বেতন বাড়ানো, ১–১০ তারিখের মধ্যে পূর্ণ বেতন পরিশোধ করা, এছাড়া কোনো শ্রমিককে চাকরি থেকে অব্যহতি দিলে তাকে প্রাপ্য অর্থ সরকারি নিয়মে নির্দিষ্ট সময়ের মধ্যে পরিশোধ করা।

 

কারখানার নারী শ্রমিক রিজিয়া আকতার বলেন, পেটের দায়ে কাজ করেও যদি সময় মত বেতন না পাই, তাহলে এ কাজ কার জন্য করছি। কথায় কথায় আমাদের আইডি কার্ড কেড়ে নিয়ে কারখানা থেকে চলে যেতে বলে। আমাদের সাথে দুর্ব্যবহার করা হয়।

 

 

এ বিষয়ে জানতে কারখানার প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) আমিনুল ইসলাম নোমানকে একাধিকবার কল দেয়া হলেও তিনি ফোন রিসিভ করেননি।

 

কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ শরীফ বলেন, বকেয়া বেতনসহ শ্রমিকদের দাবি মেনে নেওয়ায় শ্রমিকরা অবরোধ প্রত্যাহার করে কাজে যোগ দেন। কারখানা কর্তৃপক্ষ শ্রমিকদের সকল প্রকার দাবি মেনে নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে বলে জানান তিনি।

জনপ্রিয়

আওয়ামী লীগ নেতা হাবিবুর রহমান সিরাজ আর নেই

কর্ণফুলীতে বকেয়া বেতনের দাবিতে কারখানা শ্রমিকদের সড়ক অবরোধ

প্রকাশিত: ৮ ঘন্টা আগে

কর্ণফুলীতে বকেয়া বেতনের দাবিতে সড়ক অবরোধ ও বিক্ষোভ করেছেন গোল্ডেন সন লিমিটেডের শ্রমিকরা। এসময় বিক্ষুব্ধ শ্রমিকরা তাদের দুই মাসের বকেয়া বেতন পরিশোধ করার দাবি জানান। উপজেলার চরপাথরঘাটা ইউনিয়নের খোয়াজনগরের সৈন্যারটেক এলাকায় গোল্ডেন সন লিমিটেড কারখানায় শ্রমিকরা রোববার সকাল ৬টা থেকে এসব দাবিতে আন্দোলনে নামেন। বেলা সাড়ে ১১টা পর্যন্ত কারখানার সামনে ও সড়ক অবস্থান নিয়ে মুহুর্মুহু স্লোগান দেন তারা। এ সময় ওই সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। এতে সড়কের দু’পাশে শত শত গাড়ি আটকা পড়ে এবং যানজটে গন্তব্যে যাওয়া মানুষ দুর্ভোগে পড়ে। এতে সড়কের উভয় পাশে প্রায় দুই কিলোমিটার যানজটের সৃষ্টি হয়। পরে কর্ণফুলী থানা পুলিশ ও সেনাবাহিনীর একটি টিম ঘটনাস্থলে এসে শ্রমিক ও কারখানার কর্মকর্তাদের সাথে মধ্যস্থতা করে শ্রমিকদের দাবি মেনে নিলে অবরোধ তুলে নেন শ্রমিকরা। উল্লেখ্য, গোল্ডেন সন লিমিটেড নামক এই কারখানায় ২০টি আলাদা ইউনিটে হাজারও শ্রমিক কাজ করেন। কারখানায় ফ্যান, বিভিন্ন খেলনা, পারফিউমসহ নানা ধরনের পণ্য উৎপাদন হয়। কারখানার শ্রমিকরা জানান, তাদের গত মার্চ–এপ্রিলের বেতন পরিশোধ করেনি কর্তৃপক্ষ। এছাড়াও অনেক শ্রমিকের তিন চার মাসের বেতন বকেয়া রয়েছে। আন্দোলনরত শ্রমিকদের দাবির মধ্যে অন্যতম হলো পূর্বের সকল বকেয়া পরিশোধ করা, শ্রমিকের বেতন বাড়ানো, ১–১০ তারিখের মধ্যে পূর্ণ বেতন পরিশোধ করা, এছাড়া কোনো শ্রমিককে চাকরি থেকে অব্যহতি দিলে তাকে প্রাপ্য অর্থ সরকারি নিয়মে নির্দিষ্ট সময়ের মধ্যে পরিশোধ করা।

 

কারখানার নারী শ্রমিক রিজিয়া আকতার বলেন, পেটের দায়ে কাজ করেও যদি সময় মত বেতন না পাই, তাহলে এ কাজ কার জন্য করছি। কথায় কথায় আমাদের আইডি কার্ড কেড়ে নিয়ে কারখানা থেকে চলে যেতে বলে। আমাদের সাথে দুর্ব্যবহার করা হয়।

 

 

এ বিষয়ে জানতে কারখানার প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) আমিনুল ইসলাম নোমানকে একাধিকবার কল দেয়া হলেও তিনি ফোন রিসিভ করেননি।

 

কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ শরীফ বলেন, বকেয়া বেতনসহ শ্রমিকদের দাবি মেনে নেওয়ায় শ্রমিকরা অবরোধ প্রত্যাহার করে কাজে যোগ দেন। কারখানা কর্তৃপক্ষ শ্রমিকদের সকল প্রকার দাবি মেনে নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে বলে জানান তিনি।