ঢাকা , শনিবার, ০৩ মে ২০২৫, ২০ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

রাজশাহীতে সাবেক কাউন্সিলর কামাল হোসেনের মৃত্যু

রাজশাহী সিটি কর্পোরেশনের ৩ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর কামাল হোসেন মারা গেছেন। বুধবার (৩০ এপ্রিল) রাতের দিকে নগরীর দাসপুকুর এলাকায় এ ঘটনা ঘটে। তিনি ওই এলাকার বাসিন্দা ছিলেন।

 

কামাল হোসেন একসময় বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। পরবর্তীতে তিনি আওয়ামী লীগের রাজনীতিতে জড়ালেও দলে তার কোনো পদ-পদবী ছিল না।

 

গত বছরের ৫ আগস্ট সরকার পতনের পর তার বিরুদ্ধে চারটি মামলা হয় এবং তার নামে একটি হত্যা মামলাও ছিল। মামলা থাকায় তিনি আত্মগোপনে ছিলেন।

 

পুলিশ ও পরিবারের ধারণা, পুলিশের উপস্থিতি দেখে ভয় পেয়ে কিংবা হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়েছে।

 

তার ছেলে সোহান শাকিল শিমুল জানান, ‘রাতে এলাকায় পুলিশ এলে বাবা পাশের বাড়ির ছাদে উঠতে যান। তখনই সিঁড়িতে অসুস্থ হয়ে পড়েন এবং সেখানেই মারা যান।’

 

রাজপাড়া থানার ওসি আশরাফুল ইসলাম বলেন, কামাল হোসেনের বিরুদ্ধে চারটি মামলা রয়েছে। পুলিশ ঘটনাস্থলে গেলেও তাকে ধরতে যায়নি। তবে তিনি পালানোর সময় হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

জনপ্রিয়

রাজশাহীতে সাবেক কাউন্সিলর কামাল হোসেনের মৃত্যু

প্রকাশিত: ০৯:২০ পূর্বাহ্ন, শুক্রবার, ২ মে ২০২৫

রাজশাহী সিটি কর্পোরেশনের ৩ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর কামাল হোসেন মারা গেছেন। বুধবার (৩০ এপ্রিল) রাতের দিকে নগরীর দাসপুকুর এলাকায় এ ঘটনা ঘটে। তিনি ওই এলাকার বাসিন্দা ছিলেন।

 

কামাল হোসেন একসময় বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। পরবর্তীতে তিনি আওয়ামী লীগের রাজনীতিতে জড়ালেও দলে তার কোনো পদ-পদবী ছিল না।

 

গত বছরের ৫ আগস্ট সরকার পতনের পর তার বিরুদ্ধে চারটি মামলা হয় এবং তার নামে একটি হত্যা মামলাও ছিল। মামলা থাকায় তিনি আত্মগোপনে ছিলেন।

 

পুলিশ ও পরিবারের ধারণা, পুলিশের উপস্থিতি দেখে ভয় পেয়ে কিংবা হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়েছে।

 

তার ছেলে সোহান শাকিল শিমুল জানান, ‘রাতে এলাকায় পুলিশ এলে বাবা পাশের বাড়ির ছাদে উঠতে যান। তখনই সিঁড়িতে অসুস্থ হয়ে পড়েন এবং সেখানেই মারা যান।’

 

রাজপাড়া থানার ওসি আশরাফুল ইসলাম বলেন, কামাল হোসেনের বিরুদ্ধে চারটি মামলা রয়েছে। পুলিশ ঘটনাস্থলে গেলেও তাকে ধরতে যায়নি। তবে তিনি পালানোর সময় হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।