ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা সিদ্দিককে ঢাকার কাকরাইল এলাকায় একদল যুবকের দ্বারা প্রকাশ্যে মারধরের ঘটনা ঘটেছে। ঘটনার একাধিক ভিডিও ইতোমধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে, যেখানে দেখা যায়, ছেঁড়া জামাকাপড়ে সিদ্দিককে টেনেহিঁচড়ে নিয়ে যাওয়া হচ্ছে এবং এক পর্যায়ে তার ওপর শারীরিক হামলা চালানো হচ্ছে। এ সময় তাকে ঘিরে থাকা যুবকরা ‘আওয়ামী লীগের দোসর’ বলে স্লোগান দিচ্ছিলেন।
ঘটনার পর তাকে ঢাকার রমনা থানায় নিয়ে গিয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়। বিষয়টি নিশ্চিত করে রমনা থানার অফিসার ইনচার্জ (অপারেশনস) আতিকুল আলম গণমাধ্যমকে জানান, “প্রায় ৪০ মিনিট আগে একদল বিক্ষুব্ধ জনতা সিদ্দিককে আমাদের হেফাজতে দিয়েছে। বর্তমানে তিনি থানায় আছেন।”
ঘটনার সময়কার এক ভিডিওতে এক ব্যক্তিকে ধারাভাষ্য দিতে শোনা যায়, “আমরা সিদ্দিককে, আওয়ামী লীগের একজন দালালকে পুলিশে হস্তান্তর করছি।” তবে মারধরকারী যুবকরা কোনো রাজনৈতিক দলের কর্মী কিনা—তা এখনো নিশ্চিত নয়।
সিদ্দিকের রাজনীতিতে সম্পৃক্ততার ইতিহাস রয়েছে। তিনি আওয়ামী লীগ সরকারের সময় গুলশান এবং টাঙ্গাইল-৩ (মধুপুর) আসন থেকে একাধিকবার সংসদ নির্বাচনের মনোনয়ন চেয়েছিলেন।
সিদ্দিক বাংলাদেশের টেলিভিশন নাটকের জনপ্রিয় মুখ। তবে সাম্প্রতিক সময়ে তিনি বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক ইস্যুতে প্রকাশ্যে মতামত দিয়ে আলোচনায় ছিলেন। তার বিরুদ্ধে সাধারণ মানুষের ক্ষোভ কী কারণে এতটা তীব্র হয়ে উঠেছে, তা এখনো স্পষ্ট নয়।
পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত শুরু হয়েছে এবং সিদ্দিকের নিরাপত্তা ও অভিযোগ দু’টো বিষয়ই গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে।