ঢাকা , শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ :
ক্রিমিয়া নিয়ে ছাড়? শান্তি চুক্তির অংশ হিসেবে রাশিয়াকে স্বীকৃতি দিতে পারে যুক্তরাষ্ট্র: ব্লুমবার্গ যুক্তরাষ্ট্রের বিমান হামলায় ইয়েমেনের রাস ঈসা বন্দরে নিহতের সংখ্যা বেড়ে ৮০, আহত ১৭১ দিলীপ ঘোষের বিয়ে ঘিরে প্রশ্ন: আরএসএস প্রচারকেরা কি বিয়ে করতে পারেন? সংগঠনটির প্রচারক ছিলেন মোদিও নিখোঁজের ১৪ ঘণ্টা পর চট্টগ্রামে শিশুর লাশ উদ্ধার টাঙ্গাইলে অবৈধ ক্লিনিকে ভুল চিকিৎসায় রোগীর মৃত্যু শায়েস্তাগঞ্জে আগুনে পুড়ল ১৫ টি দোকান বিডিআর হত্যাকাণ্ড: সহায়ক তথ্য আহ্বান করে গণবিজ্ঞপ্তি জারি মালয়েশিয়ায় ১৬৫ বাংলাদেশিসহ ৫০৬ জন অভিবাসী আটক ইভ্যালির অর্থ আত্মসাৎ: গ্রাহকদের মানববন্ধন ও রাসেলের গ্রেফতারের দাবি কক্সবাজার-মহেশখালী রুটে প্রথমবারের মতো পরীক্ষামূলকভাবে চালু হলো সি-ট্রাক

আড়াইহাজার থানার ওসির ঘুষ গ্রহণের ভিডিও ভাইরাল: উঠছে নানা প্রশ্ন

নারায়ণগঞ্জের আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এনায়েত হোসেনের ঘুষ গ্রহণের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। শুক্রবার (১৮ এপ্রিল) ভাইরাল হওয়া ভিডিওটিতে দেখা যায়, একজন ব্যক্তি জিডি (সাধারণ ডায়েরি) করতে এসে কাগজপত্রের সঙ্গে টাকা জমা দিলে ওসি মন্তব্য করেন, “কম টাকা দিলে ইজ্জত থাকে?”—এই কথা বলে তিনি দরখাস্তসহ টাকাটি নিজের ড্রয়ারে রেখে দেন।

 

ভিডিওতে দেখা যায়, ওই সময় ওসির টেবিলের সামনে দু’জন ব্যক্তি বসা ছিলেন, যাদের সামনেই ঘুষ লেনদেনের ঘটনা ঘটে।

 

সূত্র জানায়, ভিডিওটি ধারণ করা হয় খাগকান্দা ইউনিয়ন বিএনপির সভাপতি বেলায়েত হোসেনের সঙ্গে ওসির কথোপকথনের সময়। তবে ভিডিওটি ঠিক কোন তারিখে ধারণ করা হয়েছে, তা এখনো নিশ্চিত নয়।

 

বেলায়েত হোসেন গণমাধ্যমকে বলেন, “ঘটনাটি আমার মনে নেই। তবে ভিডিওটি ভাইরাল হওয়ার পর এলাকায় আলোচনা-সমালোচনার ঝড় বইছে। ওসির বিরুদ্ধে দীর্ঘদিন ধরেই নিরীহ মানুষদের হয়রানিসহ নানা অভিযোগ রয়েছে। জনগণ অসহায় হয়ে পড়েছে, ডাকাতি প্রতিরোধে রাত জেগে পাহারা দিলেও তা ঠেকানো যাচ্ছে না।”

 

ঘটনার বিষয়ে জানতে শুক্রবার রাতে ওসি এনায়েত হোসেনকে একাধিকবার ফোন করা হলেও তিনি কোনো সাড়া দেননি।

 

এ ঘটনায় প্রশাসনিক তদন্ত ও আইনগত পদক্ষেপ দাবি করেছেন স্থানীয় বাসিন্দারা।

জনপ্রিয়

ক্রিমিয়া নিয়ে ছাড়? শান্তি চুক্তির অংশ হিসেবে রাশিয়াকে স্বীকৃতি দিতে পারে যুক্তরাষ্ট্র: ব্লুমবার্গ

আড়াইহাজার থানার ওসির ঘুষ গ্রহণের ভিডিও ভাইরাল: উঠছে নানা প্রশ্ন

প্রকাশিত: ২০ ঘন্টা আগে

নারায়ণগঞ্জের আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এনায়েত হোসেনের ঘুষ গ্রহণের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। শুক্রবার (১৮ এপ্রিল) ভাইরাল হওয়া ভিডিওটিতে দেখা যায়, একজন ব্যক্তি জিডি (সাধারণ ডায়েরি) করতে এসে কাগজপত্রের সঙ্গে টাকা জমা দিলে ওসি মন্তব্য করেন, “কম টাকা দিলে ইজ্জত থাকে?”—এই কথা বলে তিনি দরখাস্তসহ টাকাটি নিজের ড্রয়ারে রেখে দেন।

 

ভিডিওতে দেখা যায়, ওই সময় ওসির টেবিলের সামনে দু’জন ব্যক্তি বসা ছিলেন, যাদের সামনেই ঘুষ লেনদেনের ঘটনা ঘটে।

 

সূত্র জানায়, ভিডিওটি ধারণ করা হয় খাগকান্দা ইউনিয়ন বিএনপির সভাপতি বেলায়েত হোসেনের সঙ্গে ওসির কথোপকথনের সময়। তবে ভিডিওটি ঠিক কোন তারিখে ধারণ করা হয়েছে, তা এখনো নিশ্চিত নয়।

 

বেলায়েত হোসেন গণমাধ্যমকে বলেন, “ঘটনাটি আমার মনে নেই। তবে ভিডিওটি ভাইরাল হওয়ার পর এলাকায় আলোচনা-সমালোচনার ঝড় বইছে। ওসির বিরুদ্ধে দীর্ঘদিন ধরেই নিরীহ মানুষদের হয়রানিসহ নানা অভিযোগ রয়েছে। জনগণ অসহায় হয়ে পড়েছে, ডাকাতি প্রতিরোধে রাত জেগে পাহারা দিলেও তা ঠেকানো যাচ্ছে না।”

 

ঘটনার বিষয়ে জানতে শুক্রবার রাতে ওসি এনায়েত হোসেনকে একাধিকবার ফোন করা হলেও তিনি কোনো সাড়া দেননি।

 

এ ঘটনায় প্রশাসনিক তদন্ত ও আইনগত পদক্ষেপ দাবি করেছেন স্থানীয় বাসিন্দারা।