ইয়েমেনের রাস ইসা বন্দরে মার্কিন যুক্তরাষ্ট্রের অতর্কিত বিমান হামলায় অন্তত ৩৮ জন নিহত এবং ৮০ জন আহত হয়েছেন। স্থানীয় সময় শুক্রবার (১৮ এপ্রিল) সকালে এই হামলা চালানো হয় বলে হোদেইদাহ স্বাস্থ্য অফিসের বরাতে জানিয়েছে আল মাসিরাহ টিভি। এটি সাম্প্রতিক সময়ে দেশটিতে যুক্তরাষ্ট্রের চালানো অন্যতম ভয়াবহ হামলা।
মার্কিন সামরিক বাহিনী এই হামলার কারণ হিসেবে জানিয়েছে, তারা হুথি যোদ্ধাদের জ্বালানির সরবরাহ বন্ধ করতে চেয়েছিল। মার্কিন সেন্ট্রাল কমান্ড সামাজিক মাধ্যমে এক পোস্টে জানায়, এই হামলার মূল লক্ষ্য ছিল হুথিদের অর্থনৈতিক সক্ষমতা দুর্বল করে দেওয়া।
অন্যদিকে, ইসরায়েল গাজায় তাদের প্রাণঘাতী হামলা অব্যাহত রেখেছে। বৃহস্পতিবারের হামলায় ৩২ জন ফিলিস্তিনি নিহত হওয়ার পর, শুক্রবার সকালেমখান ইউনিসে আরও একটি হামলায় একই পরিবারের ১৩ জন প্রাণ হারিয়েছেন।