নতুন শিল্পের জন্য গ্যাসের দাম ৩৩ শতাংশ বাড়িয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। প্রতি ইউনিটে ১০ টাকা বাড়তি দিতে হবে তাদের। এতে মারাত্মক ঝুঁকিতে পড়বে শিল্প খাতের নতুন বিনিয়োগগুলো।
ব্যবসায়ীদের বক্তব্য, সরকার একদিকে বিনিয়োগ পরিবেশ তৈরির কথা বলছেন কিন্তু অন্যদিকে ঝুঁকিতে ফেলার মতো সিদ্ধান্ত নিয়েছেন।
পাশাপাশি পুরাতন শিল্পকারখানায় অনুমোদিত লোডের বাইরে অতিরিক্ত ব্যবহারে দিতে হবে বাড়তি দাম। প্রতিশ্রুত শিল্প গ্রাহকদের অনুমোদিত লোডের ৫০ শতাংশের বেশি ব্যবহারে বাড়তি দাম দিতে হবে।
বিশেষজ্ঞরা মনে করছেন, গ্যাসের দাম বৃদ্ধিতে দেশের সামগ্রিক শিল্পখাতে বিরূপ প্রভাব পড়বে। এক লাফে ৩৩ শতাংশ দাম বৃদ্ধিতে বিনিয়োগের ক্ষেত্রে সাহস হারিয়ে ফেলবেন নতুন উদ্যোক্তারা। ফলে সামগ্রিক বিনিয়োগেও বাধাগ্রস্ত হবে।