ঢাকা , শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ :
ক্রিমিয়া নিয়ে ছাড়? শান্তি চুক্তির অংশ হিসেবে রাশিয়াকে স্বীকৃতি দিতে পারে যুক্তরাষ্ট্র: ব্লুমবার্গ যুক্তরাষ্ট্রের বিমান হামলায় ইয়েমেনের রাস ঈসা বন্দরে নিহতের সংখ্যা বেড়ে ৮০, আহত ১৭১ দিলীপ ঘোষের বিয়ে ঘিরে প্রশ্ন: আরএসএস প্রচারকেরা কি বিয়ে করতে পারেন? সংগঠনটির প্রচারক ছিলেন মোদিও নিখোঁজের ১৪ ঘণ্টা পর চট্টগ্রামে শিশুর লাশ উদ্ধার টাঙ্গাইলে অবৈধ ক্লিনিকে ভুল চিকিৎসায় রোগীর মৃত্যু শায়েস্তাগঞ্জে আগুনে পুড়ল ১৫ টি দোকান বিডিআর হত্যাকাণ্ড: সহায়ক তথ্য আহ্বান করে গণবিজ্ঞপ্তি জারি মালয়েশিয়ায় ১৬৫ বাংলাদেশিসহ ৫০৬ জন অভিবাসী আটক ইভ্যালির অর্থ আত্মসাৎ: গ্রাহকদের মানববন্ধন ও রাসেলের গ্রেফতারের দাবি কক্সবাজার-মহেশখালী রুটে প্রথমবারের মতো পরীক্ষামূলকভাবে চালু হলো সি-ট্রাক

সবধরনের ভেদাভেদ ভুলে একসাথে কাজ করবে ছাত্রসংগঠনগুলো: শিবির সভাপতি

আগামীতে সবধরনের ভেদাভেদ ভুলে একসঙ্গে কাজ করার আশাবাদ ব্যক্ত করেছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম। তিনি বলেন, “ছাত্রশিবির সবসময় ছাত্রসংগঠনগুলোর ঐক্যের পক্ষে থাকবে।”

 

বুধবার (৯ এপ্রিল) রাজধানীর ফরেস্ট লাউঞ্জ রেস্টুরেন্টে ঈদ পুনর্মিলনী ও মতবিনিময় সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে দেশের ২০টির অধিক ছাত্রসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সঞ্চালনায় ছিলেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক সিবগাতুল্লাহ।

 

জাহিদুল ইসলাম বলেন, “জুলাই গণ-অভ্যুত্থান ছিল না কোনো একক দলের সম্পত্তি। এতে সকলে ঐতিহাসিক ভূমিকা রেখেছে। তাই আমাদের উচিত শহীদদের রেখে যাওয়া স্বপ্ন বাস্তবায়নে ঐক্যবদ্ধভাবে কাজ করা। দেশ গঠনে ছাত্রসমাজের অপার সম্ভাবনাকে কাজে লাগাতে হবে।”

 

তিনি আরও বলেন, “ছাত্ররাজনীতিকে কলুষমুক্ত করতে ছাত্রসংসদ নির্বাচন চালু করা জরুরি। পাশাপাশি জুলাই হত্যাকাণ্ডের বিচার ও ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর সরকারি সহায়তা নিশ্চিত করতে হবে।”

 

ফিলিস্তিন প্রসঙ্গে তিনি বলেন, “যুবশক্তিকে কাজে লাগিয়ে মুসলিম বিশ্ব ফিলিস্তিন সংকটের স্থায়ী সমাধান করতে পারে। ‘মার্চ ফর গাজা’ কর্মসূচিতে আমাদের সমর্থন রয়েছে।”

 

সভায় প্রধান অতিথির বক্তব্যে ইফসুর সেক্রেটারি জেনারেল ড. মোস্তফা ফয়সাল পারভেজ বলেন, “বিপ্লব ব্যাহত হয় এমন কোনো কর্মকাণ্ড না করে দলীয় স্বার্থের ঊর্ধ্বে উঠে কাজ করতে হবে। ফিলিস্তিন সংকট আবেগ নয়, প্রয়োজন কার্যকর কূটনৈতিক পদক্ষেপ।”

 

সভা শেষে সবাই একে অপরকে ঈদের শুভেচ্ছা জানান এবং ভবিষ্যতে পারস্পরিক সহযোগিতা ও ঐক্যের প্রত্যাশা ব্যক্ত করেন।

জনপ্রিয়

ক্রিমিয়া নিয়ে ছাড়? শান্তি চুক্তির অংশ হিসেবে রাশিয়াকে স্বীকৃতি দিতে পারে যুক্তরাষ্ট্র: ব্লুমবার্গ

সবধরনের ভেদাভেদ ভুলে একসাথে কাজ করবে ছাত্রসংগঠনগুলো: শিবির সভাপতি

প্রকাশিত: ০৫:২৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ এপ্রিল ২০২৫

আগামীতে সবধরনের ভেদাভেদ ভুলে একসঙ্গে কাজ করার আশাবাদ ব্যক্ত করেছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম। তিনি বলেন, “ছাত্রশিবির সবসময় ছাত্রসংগঠনগুলোর ঐক্যের পক্ষে থাকবে।”

 

বুধবার (৯ এপ্রিল) রাজধানীর ফরেস্ট লাউঞ্জ রেস্টুরেন্টে ঈদ পুনর্মিলনী ও মতবিনিময় সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে দেশের ২০টির অধিক ছাত্রসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সঞ্চালনায় ছিলেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক সিবগাতুল্লাহ।

 

জাহিদুল ইসলাম বলেন, “জুলাই গণ-অভ্যুত্থান ছিল না কোনো একক দলের সম্পত্তি। এতে সকলে ঐতিহাসিক ভূমিকা রেখেছে। তাই আমাদের উচিত শহীদদের রেখে যাওয়া স্বপ্ন বাস্তবায়নে ঐক্যবদ্ধভাবে কাজ করা। দেশ গঠনে ছাত্রসমাজের অপার সম্ভাবনাকে কাজে লাগাতে হবে।”

 

তিনি আরও বলেন, “ছাত্ররাজনীতিকে কলুষমুক্ত করতে ছাত্রসংসদ নির্বাচন চালু করা জরুরি। পাশাপাশি জুলাই হত্যাকাণ্ডের বিচার ও ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর সরকারি সহায়তা নিশ্চিত করতে হবে।”

 

ফিলিস্তিন প্রসঙ্গে তিনি বলেন, “যুবশক্তিকে কাজে লাগিয়ে মুসলিম বিশ্ব ফিলিস্তিন সংকটের স্থায়ী সমাধান করতে পারে। ‘মার্চ ফর গাজা’ কর্মসূচিতে আমাদের সমর্থন রয়েছে।”

 

সভায় প্রধান অতিথির বক্তব্যে ইফসুর সেক্রেটারি জেনারেল ড. মোস্তফা ফয়সাল পারভেজ বলেন, “বিপ্লব ব্যাহত হয় এমন কোনো কর্মকাণ্ড না করে দলীয় স্বার্থের ঊর্ধ্বে উঠে কাজ করতে হবে। ফিলিস্তিন সংকট আবেগ নয়, প্রয়োজন কার্যকর কূটনৈতিক পদক্ষেপ।”

 

সভা শেষে সবাই একে অপরকে ঈদের শুভেচ্ছা জানান এবং ভবিষ্যতে পারস্পরিক সহযোগিতা ও ঐক্যের প্রত্যাশা ব্যক্ত করেন।