আগামীতে সবধরনের ভেদাভেদ ভুলে একসঙ্গে কাজ করার আশাবাদ ব্যক্ত করেছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম। তিনি বলেন, “ছাত্রশিবির সবসময় ছাত্রসংগঠনগুলোর ঐক্যের পক্ষে থাকবে।”
বুধবার (৯ এপ্রিল) রাজধানীর ফরেস্ট লাউঞ্জ রেস্টুরেন্টে ঈদ পুনর্মিলনী ও মতবিনিময় সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে দেশের ২০টির অধিক ছাত্রসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সঞ্চালনায় ছিলেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক সিবগাতুল্লাহ।
জাহিদুল ইসলাম বলেন, “জুলাই গণ-অভ্যুত্থান ছিল না কোনো একক দলের সম্পত্তি। এতে সকলে ঐতিহাসিক ভূমিকা রেখেছে। তাই আমাদের উচিত শহীদদের রেখে যাওয়া স্বপ্ন বাস্তবায়নে ঐক্যবদ্ধভাবে কাজ করা। দেশ গঠনে ছাত্রসমাজের অপার সম্ভাবনাকে কাজে লাগাতে হবে।”
তিনি আরও বলেন, “ছাত্ররাজনীতিকে কলুষমুক্ত করতে ছাত্রসংসদ নির্বাচন চালু করা জরুরি। পাশাপাশি জুলাই হত্যাকাণ্ডের বিচার ও ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর সরকারি সহায়তা নিশ্চিত করতে হবে।”
ফিলিস্তিন প্রসঙ্গে তিনি বলেন, “যুবশক্তিকে কাজে লাগিয়ে মুসলিম বিশ্ব ফিলিস্তিন সংকটের স্থায়ী সমাধান করতে পারে। ‘মার্চ ফর গাজা’ কর্মসূচিতে আমাদের সমর্থন রয়েছে।”
সভায় প্রধান অতিথির বক্তব্যে ইফসুর সেক্রেটারি জেনারেল ড. মোস্তফা ফয়সাল পারভেজ বলেন, “বিপ্লব ব্যাহত হয় এমন কোনো কর্মকাণ্ড না করে দলীয় স্বার্থের ঊর্ধ্বে উঠে কাজ করতে হবে। ফিলিস্তিন সংকট আবেগ নয়, প্রয়োজন কার্যকর কূটনৈতিক পদক্ষেপ।”
সভা শেষে সবাই একে অপরকে ঈদের শুভেচ্ছা জানান এবং ভবিষ্যতে পারস্পরিক সহযোগিতা ও ঐক্যের প্রত্যাশা ব্যক্ত করেন।