ঢাকা , বুধবার, ১৬ এপ্রিল ২০২৫, ৩ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ :
আগামী পাঁচ দিন ঝড়বৃষ্টি ও শিলাবৃষ্টির সম্ভাবনা, তাপমাত্রা থাকবে প্রায় অপরিবর্তিত কারাগারে নববর্ষ, তবু হাস্যোজ্জ্বল শাজাহান খান বললেন: ‘বাইরের চেয়ে ভিতরেই ভালো আছি’ দেশ-বিদেশে এস আলম গ্রুপের আরও জমি ও বিলাসবহুল ফ্ল্যাটের সন্ধান গাইবান্ধায় পরিত্যক্ত কুপে মিলল অজ্ঞাত পরিচয় কিশোরের অর্ধগলিত লাশ নেত্রকোনায় চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণ, মুদি দোকানি গ্রেফতার নোয়াখালীতে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, নিহত ২ আউটসোর্সিং সেবা কর্মীদের জন্য ‘সেবা গ্রহণ নীতিমালা-২০২৫’ জারি জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য উপবৃত্তির আবেদন শুরু সাতটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নাম পরিবর্তন: পাঁচটিতে বাদ পড়েছে নজরুল ইসলাম বাবুর নাম ‘প্রো-বাংলাদেশ’ নীতিই অন্তর্বর্তী সরকারের কূটনৈতিক অগ্রাধিকার: প্রেস সচিব

পাহাড়তলীতে পুলিশের অভিযানে অপহরণ চক্রের ৩ সদস্য গ্রেফতার

চট্টগ্রাম মহানগরীর পাহাড়তলী থানা এলাকায় পরিচালিত বিশেষ অভিযানে তিন সদস্যের একটি অপহরণ চক্রকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় অপহরণ কাজে ব্যবহৃত মোটরসাইকেল, ফোল্ডেবল বাটন, লোহার রড এবং ভিকটিমের কাছ থেকে জোরপূর্বক আদায়কৃত চারটি চেক উদ্ধার করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, গত ৬ এপ্রিল রাত আনুমানিক সাড়ে সাতটায় অলংকার মোড় এলাকা থেকে সংবাদদাতা মো. বেলাল মিয়াকে অপহরণ করে পদ্ম পুকুর বাই লেইনের সালামত সুফিয়া ম্যানশনের চতুর্থ তলায় অবস্থিত একটি বাসায় নিয়ে যায় চক্রটি।

সেখানে তাকে সারারাত আটকে রেখে নির্যাতন চালানো হয় এবং মুক্তিপণের জন্য মারধর ও হত্যার ভয়ভীতি দেখিয়ে শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত করা হয়। এক পর্যায়ে নগদ অর্থ ও চেক আদায় করে চক্রটি।

পরবর্তীতে ভুক্তভোগী লিখিত অভিযোগ দিলে ৭ এপ্রিল পাহাড়তলী থানায় একটি মামলা রুজু করা হয় । মামলার প্রেক্ষিতে থানার এসআই মো. জাহেদ উল্লাহ জামান ও এসআই আওলাদ হোসেন সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে অলংকার মোড় ও পদ্ম পুকুর বাই লেইনের সালামত সুফিয়া ম্যানশনের চতুর্থ তলার ওই বাসা থেকে তিনজনকে গ্রেফতার করেন।

গ্রেফতারকৃতরা হলেন মো. ইসমাইল হোসেন (৩৮), মো. বেলাল (৪৭) এবং নুর মোহাম্মদ ওরফে রাসেল (৩৩)। অভিযানকালে তাদের হেফাজত থেকে উদ্ধার করা হয় একটি মোটরসাইকেল, একটি ফোল্ডেবল বাটন, একটি লোহার রড় এবং ভুক্তভোগীর কাছ থেকে জোরপূর্বক আদায়কৃত চারটি চেক।

পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে এবং তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

জনপ্রিয়

আগামী পাঁচ দিন ঝড়বৃষ্টি ও শিলাবৃষ্টির সম্ভাবনা, তাপমাত্রা থাকবে প্রায় অপরিবর্তিত

পাহাড়তলীতে পুলিশের অভিযানে অপহরণ চক্রের ৩ সদস্য গ্রেফতার

প্রকাশিত: ০৯:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ এপ্রিল ২০২৫

চট্টগ্রাম মহানগরীর পাহাড়তলী থানা এলাকায় পরিচালিত বিশেষ অভিযানে তিন সদস্যের একটি অপহরণ চক্রকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় অপহরণ কাজে ব্যবহৃত মোটরসাইকেল, ফোল্ডেবল বাটন, লোহার রড এবং ভিকটিমের কাছ থেকে জোরপূর্বক আদায়কৃত চারটি চেক উদ্ধার করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, গত ৬ এপ্রিল রাত আনুমানিক সাড়ে সাতটায় অলংকার মোড় এলাকা থেকে সংবাদদাতা মো. বেলাল মিয়াকে অপহরণ করে পদ্ম পুকুর বাই লেইনের সালামত সুফিয়া ম্যানশনের চতুর্থ তলায় অবস্থিত একটি বাসায় নিয়ে যায় চক্রটি।

সেখানে তাকে সারারাত আটকে রেখে নির্যাতন চালানো হয় এবং মুক্তিপণের জন্য মারধর ও হত্যার ভয়ভীতি দেখিয়ে শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত করা হয়। এক পর্যায়ে নগদ অর্থ ও চেক আদায় করে চক্রটি।

পরবর্তীতে ভুক্তভোগী লিখিত অভিযোগ দিলে ৭ এপ্রিল পাহাড়তলী থানায় একটি মামলা রুজু করা হয় । মামলার প্রেক্ষিতে থানার এসআই মো. জাহেদ উল্লাহ জামান ও এসআই আওলাদ হোসেন সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে অলংকার মোড় ও পদ্ম পুকুর বাই লেইনের সালামত সুফিয়া ম্যানশনের চতুর্থ তলার ওই বাসা থেকে তিনজনকে গ্রেফতার করেন।

গ্রেফতারকৃতরা হলেন মো. ইসমাইল হোসেন (৩৮), মো. বেলাল (৪৭) এবং নুর মোহাম্মদ ওরফে রাসেল (৩৩)। অভিযানকালে তাদের হেফাজত থেকে উদ্ধার করা হয় একটি মোটরসাইকেল, একটি ফোল্ডেবল বাটন, একটি লোহার রড় এবং ভুক্তভোগীর কাছ থেকে জোরপূর্বক আদায়কৃত চারটি চেক।

পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে এবং তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।