দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে উৎসবমুখর পরিবেশে বাংলা নববর্ষ-১৪৩২ উদযাপন করার নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)। এ বিষয়ে সোমবার (৭ এপ্রিল) প্রতিষ্ঠান প্রধানদের কাছে চিঠি পাঠানো হয়েছে।
চিঠিতে জানানো হয়, ১৪ এপ্রিল বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে ২৩ মার্চ একটি নির্দেশনা পাঠানো হয়েছে। ওই নির্দেশনা অনুযায়ী, মাউশির আওতাধীন সকল শিক্ষাপ্রতিষ্ঠানকে নিজস্ব ব্যবস্থাপনায়, সাড়ম্বরে ও উৎসবমুখর পরিবেশে বাংলা নববর্ষ উদযাপন করতে বলা হয়েছে।
চিঠিতে আরও বলা হয়, শিক্ষার্থীদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান, র্যালি, পহেলা বৈশাখের ঐতিহ্য তুলে ধরার উদ্যোগসহ উৎসবমুখর নানা আয়োজনের মাধ্যমে দিনটি পালন করার জন্য সংশ্লিষ্টদের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে।