ঢাকা , শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ :
ক্রিমিয়া নিয়ে ছাড়? শান্তি চুক্তির অংশ হিসেবে রাশিয়াকে স্বীকৃতি দিতে পারে যুক্তরাষ্ট্র: ব্লুমবার্গ যুক্তরাষ্ট্রের বিমান হামলায় ইয়েমেনের রাস ঈসা বন্দরে নিহতের সংখ্যা বেড়ে ৮০, আহত ১৭১ দিলীপ ঘোষের বিয়ে ঘিরে প্রশ্ন: আরএসএস প্রচারকেরা কি বিয়ে করতে পারেন? সংগঠনটির প্রচারক ছিলেন মোদিও নিখোঁজের ১৪ ঘণ্টা পর চট্টগ্রামে শিশুর লাশ উদ্ধার টাঙ্গাইলে অবৈধ ক্লিনিকে ভুল চিকিৎসায় রোগীর মৃত্যু শায়েস্তাগঞ্জে আগুনে পুড়ল ১৫ টি দোকান বিডিআর হত্যাকাণ্ড: সহায়ক তথ্য আহ্বান করে গণবিজ্ঞপ্তি জারি মালয়েশিয়ায় ১৬৫ বাংলাদেশিসহ ৫০৬ জন অভিবাসী আটক ইভ্যালির অর্থ আত্মসাৎ: গ্রাহকদের মানববন্ধন ও রাসেলের গ্রেফতারের দাবি কক্সবাজার-মহেশখালী রুটে প্রথমবারের মতো পরীক্ষামূলকভাবে চালু হলো সি-ট্রাক

পুরান ঢাকার বংশালে অগ্নিকাণ্ড: ১ জন নিহত, হাসপাতালে ১৮ জন

রাজধানীর পুরান ঢাকার বংশালের নাজিমউদ্দিন রোডে মাক্কুশাহ মাজার সংলগ্ন একটি পাঁচতলা ভবনের নিচতলায় লেপ-তোষকের দোকানে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ১ জনের মৃত্যু হয়েছে এবং দগ্ধ ও আহত হয়েছেন অন্তত ১৮ জন।

 

ফায়ার সার্ভিস সদর দফতরের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার মো. শাহজাহান জানান, সোমবার ভোর ৪টা ১০ মিনিটে আগুন লাগার খবর পাওয়ার পর প্রথম ইউনিট ৪টা ১২ মিনিটে ঘটনাস্থলে পৌঁছায়। ফায়ার সার্ভিসের ৭টি ইউনিটের টানা প্রচেষ্টায় ভোর ৪টা ৫০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে এবং ৫টা ১২ মিনিটে সম্পূর্ণভাবে নিভিয়ে ফেলা হয়।

 

আগুনে পুড়ে ভবনের বিভিন্ন তলা থেকে ১৮ জনকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়া দ্বিতীয় তলা থেকে আমিনউদ্দিন (৬৫) নামের এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করা হয়।

 

নিহত আমিন উদ্দিন যশোরের শার্শা উপজেলার বাসিন্দা। তিনি পাশের ‘রিয়েল উড’ নামে একটি ফার্নিচারের দোকানে ম্যানেজার হিসেবে তিন বছর ধরে কর্মরত ছিলেন এবং রাতে দোকানেই ঘুমিয়ে থাকতেন। ধোঁয়ায় দমবন্ধ হয়ে তিনি মারা যান বলে ধারণা করা হচ্ছে।

 

ঘটনার সময় ফার্নিচার দোকানে থাকা অপর দুইজন—একজন ম্যানেজার ও একজন কর্মচারী—তাদের মধ্যে একজন ধোঁয়ায় অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন।

 

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক জানান, নিহতের মরদেহ মর্গে রাখা হয়েছে এবং আহতদের পুরাতন বার্ন ইউনিটে চিকিৎসা দেওয়া হচ্ছে।

 

ফায়ার সার্ভিস এখনো আগুন লাগার কারণ তদন্ত করছে। ভবনের মালিকপক্ষ এবং স্থানীয়দের সহায়তায় একটি তদন্ত কমিটি গঠন করা হবে বলেও জানা গেছে।

জনপ্রিয়

ক্রিমিয়া নিয়ে ছাড়? শান্তি চুক্তির অংশ হিসেবে রাশিয়াকে স্বীকৃতি দিতে পারে যুক্তরাষ্ট্র: ব্লুমবার্গ

পুরান ঢাকার বংশালে অগ্নিকাণ্ড: ১ জন নিহত, হাসপাতালে ১৮ জন

প্রকাশিত: ০৭:২৫ পূর্বাহ্ন, সোমবার, ৭ এপ্রিল ২০২৫

রাজধানীর পুরান ঢাকার বংশালের নাজিমউদ্দিন রোডে মাক্কুশাহ মাজার সংলগ্ন একটি পাঁচতলা ভবনের নিচতলায় লেপ-তোষকের দোকানে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ১ জনের মৃত্যু হয়েছে এবং দগ্ধ ও আহত হয়েছেন অন্তত ১৮ জন।

 

ফায়ার সার্ভিস সদর দফতরের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার মো. শাহজাহান জানান, সোমবার ভোর ৪টা ১০ মিনিটে আগুন লাগার খবর পাওয়ার পর প্রথম ইউনিট ৪টা ১২ মিনিটে ঘটনাস্থলে পৌঁছায়। ফায়ার সার্ভিসের ৭টি ইউনিটের টানা প্রচেষ্টায় ভোর ৪টা ৫০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে এবং ৫টা ১২ মিনিটে সম্পূর্ণভাবে নিভিয়ে ফেলা হয়।

 

আগুনে পুড়ে ভবনের বিভিন্ন তলা থেকে ১৮ জনকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়া দ্বিতীয় তলা থেকে আমিনউদ্দিন (৬৫) নামের এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করা হয়।

 

নিহত আমিন উদ্দিন যশোরের শার্শা উপজেলার বাসিন্দা। তিনি পাশের ‘রিয়েল উড’ নামে একটি ফার্নিচারের দোকানে ম্যানেজার হিসেবে তিন বছর ধরে কর্মরত ছিলেন এবং রাতে দোকানেই ঘুমিয়ে থাকতেন। ধোঁয়ায় দমবন্ধ হয়ে তিনি মারা যান বলে ধারণা করা হচ্ছে।

 

ঘটনার সময় ফার্নিচার দোকানে থাকা অপর দুইজন—একজন ম্যানেজার ও একজন কর্মচারী—তাদের মধ্যে একজন ধোঁয়ায় অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন।

 

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক জানান, নিহতের মরদেহ মর্গে রাখা হয়েছে এবং আহতদের পুরাতন বার্ন ইউনিটে চিকিৎসা দেওয়া হচ্ছে।

 

ফায়ার সার্ভিস এখনো আগুন লাগার কারণ তদন্ত করছে। ভবনের মালিকপক্ষ এবং স্থানীয়দের সহায়তায় একটি তদন্ত কমিটি গঠন করা হবে বলেও জানা গেছে।