ঢাকা , শনিবার, ০৩ মে ২০২৫, ১৯ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

অবৈধ অনুপ্রবেশের চেষ্টা: ভারতে আটক দুই বাংলাদেশিকে বিজিবির কাছে হস্তান্তর করল বিএসএফ

ভারতে অবৈধভাবে প্রবেশের চেষ্টা চালানোর সময় আটক হওয়া দুই বাংলাদেশি নাগরিককে পতাকা বৈঠকের মাধ্যমে বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবির কাছে ফেরত দিয়েছে ভারতীয় বিএসএফ।

 

শনিবার (৬ এপ্রিল) দুপুর সাড়ে ১২টার দিকে ঝিনাইদহের মহেশপুর উপজেলার মাটিলা বিওপি সীমান্ত এলাকায় ভারতের রণঘাট কোম্পানি তীর্থ বিশ্বাস (১৯) ও অরিন্দম বিশ্বাস (১৫) নামের দুই যুবককে আটক করে। তারা গোপালগঞ্জ সদর উপজেলার বড় ভোমরাশুড় গ্রামের বাসিন্দা।

 

পরবর্তীতে সীমান্ত পিলার ৫৩-এর নিকটে বিজিবি ও বিএসএফের মধ্যে কোম্পানি কমান্ডার পর্যায়ের পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বিজিবির পক্ষে নেতৃত্ব দেন সুবেদার শরীফ মনিরুজ্জামান এবং বিএসএফের পক্ষে নেতৃত্ব দেন এসি অভিষেক কুমার। বৈঠক শেষে বিএসএফ দুই বাংলাদেশিকে বিজিবির কাছে হস্তান্তর করে।

 

বিজিবি ৫৮ ব্যাটালিয়নের সহকারী পরিচালক সাইফুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।

 

এছাড়া একইদিন মহেশপুর সীমান্তের বাঘাডাঙ্গা ও শ্রীনাথপুর বিওপি এলাকায় পৃথক অভিযানে ৩ নারী ও ২ শিশুসহ আরও ৬ বাংলাদেশি নাগরিককে আটক করেছে বিজিবি। আটক নারী ও শিশুদের যশোর জাস্টিস অ্যান্ড কেয়ার সেন্টারে পাঠানো হবে বলে জানান মহেশপুর থানার ওসি ফয়েজ উদ্দিন মৃধা। অন্যদের বিরুদ্ধে মামলা করে আদালতে সোপর্দ করার প্রস্তুতি চলছে।

 

উভয় দেশের সীমান্তরক্ষী বাহিনীর পক্ষ থেকে পারস্পরিক সহযোগিতা ও সৌহার্দ্য বজায় রেখে কাজ করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়েছে।

জনপ্রিয়

অবৈধ অনুপ্রবেশের চেষ্টা: ভারতে আটক দুই বাংলাদেশিকে বিজিবির কাছে হস্তান্তর করল বিএসএফ

প্রকাশিত: ০৩:১২ পূর্বাহ্ন, সোমবার, ৭ এপ্রিল ২০২৫

ভারতে অবৈধভাবে প্রবেশের চেষ্টা চালানোর সময় আটক হওয়া দুই বাংলাদেশি নাগরিককে পতাকা বৈঠকের মাধ্যমে বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবির কাছে ফেরত দিয়েছে ভারতীয় বিএসএফ।

 

শনিবার (৬ এপ্রিল) দুপুর সাড়ে ১২টার দিকে ঝিনাইদহের মহেশপুর উপজেলার মাটিলা বিওপি সীমান্ত এলাকায় ভারতের রণঘাট কোম্পানি তীর্থ বিশ্বাস (১৯) ও অরিন্দম বিশ্বাস (১৫) নামের দুই যুবককে আটক করে। তারা গোপালগঞ্জ সদর উপজেলার বড় ভোমরাশুড় গ্রামের বাসিন্দা।

 

পরবর্তীতে সীমান্ত পিলার ৫৩-এর নিকটে বিজিবি ও বিএসএফের মধ্যে কোম্পানি কমান্ডার পর্যায়ের পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বিজিবির পক্ষে নেতৃত্ব দেন সুবেদার শরীফ মনিরুজ্জামান এবং বিএসএফের পক্ষে নেতৃত্ব দেন এসি অভিষেক কুমার। বৈঠক শেষে বিএসএফ দুই বাংলাদেশিকে বিজিবির কাছে হস্তান্তর করে।

 

বিজিবি ৫৮ ব্যাটালিয়নের সহকারী পরিচালক সাইফুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।

 

এছাড়া একইদিন মহেশপুর সীমান্তের বাঘাডাঙ্গা ও শ্রীনাথপুর বিওপি এলাকায় পৃথক অভিযানে ৩ নারী ও ২ শিশুসহ আরও ৬ বাংলাদেশি নাগরিককে আটক করেছে বিজিবি। আটক নারী ও শিশুদের যশোর জাস্টিস অ্যান্ড কেয়ার সেন্টারে পাঠানো হবে বলে জানান মহেশপুর থানার ওসি ফয়েজ উদ্দিন মৃধা। অন্যদের বিরুদ্ধে মামলা করে আদালতে সোপর্দ করার প্রস্তুতি চলছে।

 

উভয় দেশের সীমান্তরক্ষী বাহিনীর পক্ষ থেকে পারস্পরিক সহযোগিতা ও সৌহার্দ্য বজায় রেখে কাজ করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়েছে।