ঢাকা , সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ :
গ্রাম আদালত বিলুপ্তির সুপারিশ করেছে স্থানীয় সরকার সংস্কার কমিশন বাংলাদেশে কোনো সংখ্যালঘু নির্যাতন হয় না: ধর্ম উপদেষ্টা মার্কিন ভ্রমণ সতর্কতা নিয়ে ভারতীয় কিছু সংবাদমাধ্যমের প্রতিবেদন বিভ্রান্তিকর: প্রধান উপদেষ্টার প্রেস উইং জুনিয়র ইনস্ট্রাক্টর পদে ক্র্যাফট ইনস্ট্রাক্টরদের পদোন্নতির রায় স্থগিত করলেন চেম্বার আদালত দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ২৬.৭০ বিলিয়ন ডলার: বাংলাদেশ ব্যাংক ৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষা নিয়ে পিএসসির নতুন বিজ্ঞপ্তি চবির সমাবর্তনের ১৮ হাজার সনদে নিজ হাতে স্বাক্ষর করছেন উপাচার্য উখিয়ায় চাকমা তরুণীকে ধর্ষণচেষ্টার অভিযোগে রোহিঙ্গা যুবক আটক বৈষম্যবিরোধী আন্দোলন প্লাটফর্মের বিলুপ্তি চান সাধারণ শিক্ষার্থীরা টঙ্গীতে চায়ের দোকান থেকে ডেকে নিয়ে যুবককে কুপিয়ে হত্যা

মৃত আ.লীগকে নিষিদ্ধ করার কি আছে: ইশরাক

Oplus_131072

বিএনপি চেয়ারপারসনের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা কমিটির বিশেষ সহকারী ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সিনিয়র সদস্য ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন বলেছেন, আওয়ামী লীগ ইতিমধ্যে নিষিদ্ধ হয়ে গেছে এবং তাদের পুনর্বাসনের কোনো প্রচেষ্টা প্রতিহত করা হবে। তিনি বলেন, ‘আওয়ামী লীগের রাজনীতির কবর ৫ আগস্ট রচনা হয়ে গিয়েছে। আওয়ামী লীগ মৃত; তাকে আর নতুন করে নিষিদ্ধ করার কী আছে। আওয়ামী লীগ তো নিষিদ্ধ হয়েই কবরে গেছে। বাংলাদেশের মাটিতে খুনি ফ্যাসিস্ট হাসিনা ও আওয়ামী লীগের কোনোদিনই রাজনীতি করার অধিকার থাকবে না। আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করা হলে তা রুখে দেওয়া হবে।’

 

শুক্রবার (২১ মার্চ) ভোলা সদর উপজেলা বিএনপির আয়োজনে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও দেশের মানুষের কল্যাণে দোয়া এবং ইফতার অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ইশরাক হোসেন এসব কথা বলেন।

 

তিনি আরও বলেন, ‘আমাদের সংযত ও আদর্শবান হতে হবে। দেশের মানুষের কল্যাণে কাজ করতে হবে। এজন্য আমাদের জনগণের পাশে থাকতে হবে, জনসমর্থন আদায় করে নিতে হবে। কোনো কর্মকাণ্ডে যেন মনক্ষুণ্ন না হয়, সেটি আমাদের নিশ্চিত করতে হবে। বিএনপির ভেতরে ঢুকে থাকা বিএনপির নাম ব্যবহার করে কতিপয় যে দুর্বৃত্তরা রয়েছে তাদের চিহ্নিত করতে হবে।’

 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভোলা সদর উপজেলা বিএনপির আহ্বায়ক আসিফ আলতাফ এবং সঞ্চালনা করেন সদর উপজেলা বিএনপির সদস্য সচিব মো. হেলাল উদ্দিন। প্রধান বক্তা ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব গোলাম নবী আলমগীর। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য সচিব রাইসুল আলম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব শফিউর রহমান কিরণসহ অন্যান্য নেতারা।

 

জনপ্রিয়

গ্রাম আদালত বিলুপ্তির সুপারিশ করেছে স্থানীয় সরকার সংস্কার কমিশন

মৃত আ.লীগকে নিষিদ্ধ করার কি আছে: ইশরাক

প্রকাশিত: ০২:১৭ অপরাহ্ন, শনিবার, ২২ মার্চ ২০২৫

বিএনপি চেয়ারপারসনের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা কমিটির বিশেষ সহকারী ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সিনিয়র সদস্য ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন বলেছেন, আওয়ামী লীগ ইতিমধ্যে নিষিদ্ধ হয়ে গেছে এবং তাদের পুনর্বাসনের কোনো প্রচেষ্টা প্রতিহত করা হবে। তিনি বলেন, ‘আওয়ামী লীগের রাজনীতির কবর ৫ আগস্ট রচনা হয়ে গিয়েছে। আওয়ামী লীগ মৃত; তাকে আর নতুন করে নিষিদ্ধ করার কী আছে। আওয়ামী লীগ তো নিষিদ্ধ হয়েই কবরে গেছে। বাংলাদেশের মাটিতে খুনি ফ্যাসিস্ট হাসিনা ও আওয়ামী লীগের কোনোদিনই রাজনীতি করার অধিকার থাকবে না। আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করা হলে তা রুখে দেওয়া হবে।’

 

শুক্রবার (২১ মার্চ) ভোলা সদর উপজেলা বিএনপির আয়োজনে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও দেশের মানুষের কল্যাণে দোয়া এবং ইফতার অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ইশরাক হোসেন এসব কথা বলেন।

 

তিনি আরও বলেন, ‘আমাদের সংযত ও আদর্শবান হতে হবে। দেশের মানুষের কল্যাণে কাজ করতে হবে। এজন্য আমাদের জনগণের পাশে থাকতে হবে, জনসমর্থন আদায় করে নিতে হবে। কোনো কর্মকাণ্ডে যেন মনক্ষুণ্ন না হয়, সেটি আমাদের নিশ্চিত করতে হবে। বিএনপির ভেতরে ঢুকে থাকা বিএনপির নাম ব্যবহার করে কতিপয় যে দুর্বৃত্তরা রয়েছে তাদের চিহ্নিত করতে হবে।’

 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভোলা সদর উপজেলা বিএনপির আহ্বায়ক আসিফ আলতাফ এবং সঞ্চালনা করেন সদর উপজেলা বিএনপির সদস্য সচিব মো. হেলাল উদ্দিন। প্রধান বক্তা ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব গোলাম নবী আলমগীর। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য সচিব রাইসুল আলম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব শফিউর রহমান কিরণসহ অন্যান্য নেতারা।