সৌদি আরবে প্রবল বৃষ্টিপাত ও আকস্মিক বন্যার আশঙ্কায় শুক্রবার (১৪ নভেম্বর) থেকে আগামী মঙ্গলবার পর্যন্ত দেশের বিভিন্ন অঞ্চলে সতর্কতা জারি করেছে জাতীয় আবহাওয়া কেন্দ্র। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) এক বিবৃতিতে সংস্থাটি জানায়, অস্থিতিশীল আবহাওয়ার কারণে দেশজুড়ে ভারি বৃষ্টি, বজ্রঝড় এবং আকস্মিক বন্যা দেখা দিতে পারে।
সর্বশেষ পূর্বাভাস অনুযায়ী, এই বৃষ্টিপাতের প্রভাব পড়বে সৌদি আরবের বিস্তীর্ণ এলাকায়। মক্কা, জেদ্দা, মদিনা, তাবুক, আল জউফ, উত্তর সীমান্ত অঞ্চল, হাইল, আল কাসিম, রিয়াদ, পূর্ব প্রদেশ, আল বাহা, আসির ও জাজানসহ বিস্তৃত ভৌগোলিক অঞ্চলে বৃষ্টি ভিন্নমাত্রায় হতে পারে। কিছু এলাকায় তা মারাত্মক রূপ নিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
কর্তৃপক্ষ জানিয়েছে, সম্ভাব্য দুর্যোগ মোকাবিলায় সিভিল ডিফেন্স, স্থানীয় প্রশাসন ও উদ্ধারকারী সংস্থাগুলোকে প্রস্তুত রাখা হয়েছে। নাগরিকদের সরকারি সূত্র থেকে নিয়মিত আবহাওয়ার আপডেট নিতে, বন্যাপ্রবণ নালা বা উপত্যকা এড়িয়ে চলতে এবং কম দৃশ্যমানতার সময় গাড়ি চালানোর ক্ষেত্রে সতর্ক থাকতে পরামর্শ দেওয়া হয়েছে।
এছাড়া উপকূলীয় ও পার্বত্য অঞ্চলের বাসিন্দাদের সিভিল ডিফেন্সের নির্দেশনা মেনে চলার আহ্বান জানানো হয়েছে, যাতে যেকোনো প্রাকৃতিক বিপর্যয়ের সময় নিরাপত্তা নিশ্চিত করা যায়।
সৌদি আরবে প্রবল বৃষ্টিপাত ও আকস্মিক বন্যার আশঙ্কা, একাধিক অঞ্চলে সতর্কতা জারি
- আপলোড সময় : ১৩-১১-২০২৫ ১০:২৮:৪৮ অপরাহ্ন
- আপডেট সময় : ১৩-১১-২০২৫ ১০:২৮:৪৮ অপরাহ্ন
ছবি সংগৃহীত
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ডেস্ক রিপোর্ট