দেশের সিলেট অঞ্চলে মধ্যরাতে মাঝারি মাত্রার ভুমিকম্প অনুভূত হয়েছে। রিখটার স্কেলে এ ভুমিকম্পের মাত্রা ছিল ৫ দশমিক ৩। বুধবার দিবাগত রাত ২টা ৫৫ মিনিটে এ ভূমিকম্প অনুভূত হয়।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভারতের আসামের ভুরাগাঁওয়ে। উৎপত্তিস্থল ভারতে হলেও এর প্রভাব ছড়িয়ে পড়ে প্রতিবেশী বাংলাদেশ, মিয়ানমার, ভুটান এবং চীনেও। ভূমিকম্পের কেন্দ্র ছিল ভূ-পৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে। ভূমিকম্পের গভীরতা কম হওয়ায় এটি কেন্দ্রের কাছে একই সমমানের গভীর ভূমিকম্পের তুলনায় অনেক বেশি শক্তিশালী অনুভূত হয়েছে।