ঢাকা , মঙ্গলবার, ১৫ এপ্রিল ২০২৫, ২ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ :
বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার গাড়িবহরে হামলা, ঘটনায় আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার গাজায় যুদ্ধবিরতি নিয়ে নতুন প্রস্তাব দিলো ইসরায়েল ৪৪তম থেকে ৪৭তম বিসিএস: পিএসসির নতুন সময়সূচি প্রকাশ শেরপুর সরকারি কলেজে শিক্ষার্থীদের জন্য বাস সার্ভিস চালু “জুলাই-আগস্টে ঢাকায় আওয়ামী লীগের মৃত্যু, দাফন দিল্লিতে” — সালাহউদ্দিন আহমেদ কালবৈশাখী ঝড়ের কারণে পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে ফেরি চলাচল বন্ধ কুয়েটের ৩৭ শিক্ষার্থী সাময়িক বহিষ্কার, ৪ মে থেকে শিক্ষা কার্যক্রম চালু তোফায়েল আহমেদের মৃত্যুর খবর গুজব, তিনি সুস্থ আছেন বেগম খালেদা জিয়ার গাড়িবহরে হামলার ঘটনায় আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার ‘আপন কফি হাউজ’-এর সামনের মারধরের ঘটনায় তরুণীর খোঁজ মেলেনি, মামলা পুলিশের

চালক ঘুম, অতঃপর ট্রেন ছাড়লো দুই ঘণ্টা পর

সিলেটে চালক ঘুমে থাকার কারণে কালনী এক্সপ্রেস ট্রেনটি নির্ধারিত সময়ের দুই ঘণ্টা দেরিতে ঢাকার উদ্দেশে ছেড়েছে। সোমবার (১৭ ফেব্রুয়ারি) সকাল ৬টা ১৫ মিনিটে সিলেট রেলস্টেশন থেকে ট্রেনটি ছেড়ে যাওয়ার কথা থাকলেও চালকের দায়িত্বহীনতার কারণে সকাল সাড়ে ৮টায় ট্রেনটি ছাড়ে।

এদিকে, কন্ট্রোল রুম থেকে যাত্রীদের জানানো হয়, সকাল ১০টায় ট্রেন ছেড়ে যাবে। এ ঘোষণায় যাত্রীরা ক্ষোভে ফেটে পড়েন এবং সিলেট রেলওয়ে স্টেশনে ব্যাপক হট্টগোল শুরু হয়। পরবর্তীতে যাত্রীদের চাপে সকাল সাড়ে ৮টায় ট্রেনটি ঢাকার উদ্দেশে স্টেশন ছেড়ে যায়।

এর আগে শনিবার (১৫ ফেব্রুয়ারি) রাতে সিলেটের দক্ষিণ সুরমার পারাইচক এলাকায় একটি তেলবাহী ট্রেনের বগি লাইনচ্যুত হওয়ায় সারাদেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। আট ঘণ্টা পর রেল চলাচল স্বাভাবিক হলেও শিডিউল বিপর্যয়ের কারণে যাত্রীরা ভোগান্তিতে পড়েন। এরই মধ্যে চালকের দায়িত্বহীনতার কারণে কালনী এক্সপ্রেসের যাত্রীদের দুর্ভোগ আরও বেড়েছে।

জনপ্রিয়

বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার গাড়িবহরে হামলা, ঘটনায় আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

চালক ঘুম, অতঃপর ট্রেন ছাড়লো দুই ঘণ্টা পর

প্রকাশিত: ০২:৫৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৫

সিলেটে চালক ঘুমে থাকার কারণে কালনী এক্সপ্রেস ট্রেনটি নির্ধারিত সময়ের দুই ঘণ্টা দেরিতে ঢাকার উদ্দেশে ছেড়েছে। সোমবার (১৭ ফেব্রুয়ারি) সকাল ৬টা ১৫ মিনিটে সিলেট রেলস্টেশন থেকে ট্রেনটি ছেড়ে যাওয়ার কথা থাকলেও চালকের দায়িত্বহীনতার কারণে সকাল সাড়ে ৮টায় ট্রেনটি ছাড়ে।

এদিকে, কন্ট্রোল রুম থেকে যাত্রীদের জানানো হয়, সকাল ১০টায় ট্রেন ছেড়ে যাবে। এ ঘোষণায় যাত্রীরা ক্ষোভে ফেটে পড়েন এবং সিলেট রেলওয়ে স্টেশনে ব্যাপক হট্টগোল শুরু হয়। পরবর্তীতে যাত্রীদের চাপে সকাল সাড়ে ৮টায় ট্রেনটি ঢাকার উদ্দেশে স্টেশন ছেড়ে যায়।

এর আগে শনিবার (১৫ ফেব্রুয়ারি) রাতে সিলেটের দক্ষিণ সুরমার পারাইচক এলাকায় একটি তেলবাহী ট্রেনের বগি লাইনচ্যুত হওয়ায় সারাদেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। আট ঘণ্টা পর রেল চলাচল স্বাভাবিক হলেও শিডিউল বিপর্যয়ের কারণে যাত্রীরা ভোগান্তিতে পড়েন। এরই মধ্যে চালকের দায়িত্বহীনতার কারণে কালনী এক্সপ্রেসের যাত্রীদের দুর্ভোগ আরও বেড়েছে।