সক্রিয় সঞ্চালনশীল মেঘমালার কারণে আগামী বুধবার (২৮ মে) সকাল ১০টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টায় খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের বিভিন্ন এলাকায় ভারি (৪৪-৮৮ মিমি) থেকে অতি ভারি (>৮৮ মিমি) বর্ষণ হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।
সোমবার (২৬ মে) সন্ধ্যায় দেয়া এক সতর্কবার্তায় এসব তথ্য জানানো হয়। একইসঙ্গে চট্টগ্রাম, রাঙামাটি, খাগড়াছড়ি, বান্দরবান ও কক্সবাজারের পাহাড়ি এলাকায় ভূমিধসের আশঙ্কার কথাও জানিয়েছে সংস্থাটি।