প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস আগামী ২৮ থেকে ৩১ মে সরকারি সফরে জাপান যাচ্ছেন। সফরের প্রধান উদ্দেশ্য বাজেট সহায়তা অর্জন।
সোমবার (২৬ মে) পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব মো. রুহুল আলম সিদ্দিকী জানান, সফরকালে বাংলাদেশ জাপানের কাছে সহজ শর্তে ১শ’ কোটি মার্কিন ডলার ঋণ সহায়তা চাইতে পারে।
প্রধান উপদেষ্টা ২৭ মে ঢাকা ত্যাগ করবেন এবং ৩০ মে জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবার সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন। আলোচনায় অর্থনৈতিক ও কৌশলগত সহযোগিতা জোরদারের ওপর গুরুত্ব দেওয়া হবে।
দ্বিপক্ষীয় বৈঠকের পর সহজ শর্তে ঋণের ঘোষণা এবং নোট বিনিময়ের সম্ভাবনার কথাও জানান সিদ্দিকী।
সফরকালে জ্বালানি, মানবসম্পদ উন্নয়ন, জনশক্তি রফতানি ও বিশেষ অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠাসহ সাতটি সমঝোতা স্মারকে সই হবে।
প্রধান উপদেষ্টা ২৯ ও ৩০ মে টোকিওতে অনুষ্ঠিতব্য নিক্কেই ৩০তম ‘ফিউচার অব এশিয়া’ সম্মেলনে প্রধান বক্তা হিসেবে অংশ নেবেন।
সফরে বাণিজ্য, বিনিয়োগ, রাজনৈতিক ও অর্থনৈতিক সহযোগিতা, নিরাপত্তা, আঞ্চলিক উন্নয়ন এবং রোহিঙ্গা সংকটসহ নানা বিষয় নিয়ে আলোচনা হবে।
জাপান-বাংলাদেশের কৌশলগত অংশীদারিত্ব আরও শক্তিশালী করতে মানুষে মানুষে যোগাযোগ, সাংস্কৃতিক বিনিময় ও খাতভিত্তিক সহযোগিতা বাড়ানোর প্রত্যাশা ব্যক্ত করা হয়েছে।