ঢাকা , রবিবার, ১৮ মে ২০২৫, ৩ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ :
স্থলবন্দর দিয়ে বাংলাদেশি পোশাকসহ বিভিন্ন পণ্য আমদানি বন্ধ করল ভারত নতুন অর্থবছরে ২ লাখ ৩০ হাজার কোটি টাকার এডিপি, কম বরাদ্দে উন্নয়নের বার্তা সুন্দরবনের বনদস্যু নির্মূলে কঠোর নির্দেশনা: স্বরাষ্ট্র উপদেষ্টা স্পারসোতে একাধিক পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ রাজধানীর বিভিন্ন স্থানে সভা-সমাবেশ নিষিদ্ধ ঘোষণা ডিএমপির রাজধানীর বিভিন্ন স্থানে সভা-সমাবেশ নিষিদ্ধ ঘোষণা: আইএসপিআর কোরবানির চামড়ার ন্যায্য মূল্য নিশ্চিতের দাবিতে মতবিনিময় সভা ভারত থেকে পুশইন করা ১১ বাংলাদেশিকে আটক করেছে বিজিবি লামায় মাটি খুঁড়ে উদ্ধার করা হলো টোব্যাকো কোম্পানির ডাকাতির টাকা রোহিঙ্গা অনুপ্রবেশ ঠেকাতে কঠোর অবস্থানে কোস্ট গার্ড

পরকীয়া স‌ন্দে‌হে স্ত্রীকে কুপিয়ে হত্যার পরস্বামীর বিষপান

কুষ্টিয়া সদর উপজেলায় পরকীয়া প্রেমের সন্দেহে রত্না খাতুন নামে এক গৃহবধূকে ছু‌রিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরু‌দ্ধে।

 

শ‌নিবার (১৭ মে) বেলা ৩টার দি‌কে উপ‌জেলার হাটশ হ‌রিপুর ইউনিয়নের মে‌ছোপাড়া গ্রামে এ হত্যার ঘটনা ঘটেছে। এদিকে স্ত্রী‌কে হত‌্যার পর মাহবুব আলম টুটুল (৩২) না‌মে ওই ব‌্যক্তি বিষপা‌ন ক‌রে ‘আত্মহত‌্যার’ চেষ্টা ক‌রে‌ন। তাকে হাসপাতা‌লে চি‌কিৎসা দেওয়া হ‌চ্ছে।

 

স্থানীয় ও পু‌লিশ সূ‌ত্রে জানা গে‌ছে, রত্না খাতু‌নের সঙ্গে একই ইউনিয়নের বা‌হির বোয়ালদহ গ্রামের ওমর আলীর ছেলে মাহবুব আলম টুটু‌লের প্রায় ৯ বছর আগে বি‌য়ে হয়। তাদের সাত বছর বয়সী এক‌টি ছে‌লে সন্তান রয়েছে। ভ্রাম‌্যমাণ মশা‌রি বি‌ক্রেতা ছি‌লেন টুটুল। এতে সংসা‌রে অভাব অনটন লে‌গেই থাক‌ত। এক বছর আগে প্রথম স্বামীর সংসার ছে‌ড়ে রত্না খাতুন অন‌্যত্র বি‌য়ে ক‌রেন। সেখা‌নে‌ মাস খা‌নেক সংসার করার পর দ্বিতীয় স্বামীর সঙ্গেও তার বিবাহ বি‌চ্ছেদ হয়। এরপর এক সপ্তাহ আগে তি‌নি প্রথম স্বামী টুটু‌লের কা‌ছে ফি‌রে আসেন।

 

নিহতের স্বজনেরা ব‌লেন, গত রোববার রত্না প্রথম স্বামীর সঙ্গে আবারও বি‌য়ে ক‌রেন।‌ বি‌য়ের পর শ্বশুর বা‌ড়ি‌তেই ছি‌লেন টুটুল। কিন্তু দ্বিতীয় স্বামীর সঙ্গে এখ‌নেও রত্নার সম্পর্ক আছে ব‌লে সন্দেহ কর‌তেন। এ নিয়ে প্রায় সময়ই তা‌দের মধ্যে বিবাদ লেগে থাকত। আজ দুপু‌রেও দু’জনের মধ্যে তর্ক-বিতর্ক হয়। এ সময় ক্ষিপ্ত হয়ে স্বামী টুটুল ধারা‌ল ছুরি দিয়ে বু‌কে ও পে‌টে এলোপাতাড়িভাবে কুপিয়ে হত্যা করে স্ত্রী রত্নাকে। এরপর সে নি‌জেও বিষপান ক‌রে আত্মহত‌্যার চেষ্টা ক‌রে।

 

কুষ্টিয়া জেনারেল হাসপাতা‌লের আবা‌সিক চি‌কিৎসা কর্মকর্তা (আরএমও) হো‌সেন ইমাম ব‌লেন, মৃত অবস্থায় ওই গৃহবধূ‌কে হাসপাতা‌লে নি‌য়ে আসা হ‌য়ে‌ছিল। তার বু‌কে ও পে‌টে ধারা‌ল কিছু দি‌য়ে আঘাত করা হ‌য়ে‌ছে। যার কার‌ণে অতিরিক্ত রক্তক্ষর‌ণও ফুসফু‌সে আঘা‌তের কার‌ণে তার মৃত্যু হ‌য়ে‌ছে। এছাড়া ওই গৃহবধূর স্বামীও আত্মহত‌্যার চেষ্টা ক‌রে‌ছেন। তা‌কে ‌চি‌কিৎসা দেওয়া হ‌চ্ছে।

 

এ ব্যাপারে কুষ্টিয়া ম‌ডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশাররফ হো‌সেন বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পরকীয়া সম্পর্কের জেরে এ হত্যাকাণ্ড ঘটেছে। ওই গৃহবধূর লাশ ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

জনপ্রিয়

স্থলবন্দর দিয়ে বাংলাদেশি পোশাকসহ বিভিন্ন পণ্য আমদানি বন্ধ করল ভারত

পরকীয়া স‌ন্দে‌হে স্ত্রীকে কুপিয়ে হত্যার পরস্বামীর বিষপান

প্রকাশিত: ৫ ঘন্টা আগে

কুষ্টিয়া সদর উপজেলায় পরকীয়া প্রেমের সন্দেহে রত্না খাতুন নামে এক গৃহবধূকে ছু‌রিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরু‌দ্ধে।

 

শ‌নিবার (১৭ মে) বেলা ৩টার দি‌কে উপ‌জেলার হাটশ হ‌রিপুর ইউনিয়নের মে‌ছোপাড়া গ্রামে এ হত্যার ঘটনা ঘটেছে। এদিকে স্ত্রী‌কে হত‌্যার পর মাহবুব আলম টুটুল (৩২) না‌মে ওই ব‌্যক্তি বিষপা‌ন ক‌রে ‘আত্মহত‌্যার’ চেষ্টা ক‌রে‌ন। তাকে হাসপাতা‌লে চি‌কিৎসা দেওয়া হ‌চ্ছে।

 

স্থানীয় ও পু‌লিশ সূ‌ত্রে জানা গে‌ছে, রত্না খাতু‌নের সঙ্গে একই ইউনিয়নের বা‌হির বোয়ালদহ গ্রামের ওমর আলীর ছেলে মাহবুব আলম টুটু‌লের প্রায় ৯ বছর আগে বি‌য়ে হয়। তাদের সাত বছর বয়সী এক‌টি ছে‌লে সন্তান রয়েছে। ভ্রাম‌্যমাণ মশা‌রি বি‌ক্রেতা ছি‌লেন টুটুল। এতে সংসা‌রে অভাব অনটন লে‌গেই থাক‌ত। এক বছর আগে প্রথম স্বামীর সংসার ছে‌ড়ে রত্না খাতুন অন‌্যত্র বি‌য়ে ক‌রেন। সেখা‌নে‌ মাস খা‌নেক সংসার করার পর দ্বিতীয় স্বামীর সঙ্গেও তার বিবাহ বি‌চ্ছেদ হয়। এরপর এক সপ্তাহ আগে তি‌নি প্রথম স্বামী টুটু‌লের কা‌ছে ফি‌রে আসেন।

 

নিহতের স্বজনেরা ব‌লেন, গত রোববার রত্না প্রথম স্বামীর সঙ্গে আবারও বি‌য়ে ক‌রেন।‌ বি‌য়ের পর শ্বশুর বা‌ড়ি‌তেই ছি‌লেন টুটুল। কিন্তু দ্বিতীয় স্বামীর সঙ্গে এখ‌নেও রত্নার সম্পর্ক আছে ব‌লে সন্দেহ কর‌তেন। এ নিয়ে প্রায় সময়ই তা‌দের মধ্যে বিবাদ লেগে থাকত। আজ দুপু‌রেও দু’জনের মধ্যে তর্ক-বিতর্ক হয়। এ সময় ক্ষিপ্ত হয়ে স্বামী টুটুল ধারা‌ল ছুরি দিয়ে বু‌কে ও পে‌টে এলোপাতাড়িভাবে কুপিয়ে হত্যা করে স্ত্রী রত্নাকে। এরপর সে নি‌জেও বিষপান ক‌রে আত্মহত‌্যার চেষ্টা ক‌রে।

 

কুষ্টিয়া জেনারেল হাসপাতা‌লের আবা‌সিক চি‌কিৎসা কর্মকর্তা (আরএমও) হো‌সেন ইমাম ব‌লেন, মৃত অবস্থায় ওই গৃহবধূ‌কে হাসপাতা‌লে নি‌য়ে আসা হ‌য়ে‌ছিল। তার বু‌কে ও পে‌টে ধারা‌ল কিছু দি‌য়ে আঘাত করা হ‌য়ে‌ছে। যার কার‌ণে অতিরিক্ত রক্তক্ষর‌ণও ফুসফু‌সে আঘা‌তের কার‌ণে তার মৃত্যু হ‌য়ে‌ছে। এছাড়া ওই গৃহবধূর স্বামীও আত্মহত‌্যার চেষ্টা ক‌রে‌ছেন। তা‌কে ‌চি‌কিৎসা দেওয়া হ‌চ্ছে।

 

এ ব্যাপারে কুষ্টিয়া ম‌ডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশাররফ হো‌সেন বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পরকীয়া সম্পর্কের জেরে এ হত্যাকাণ্ড ঘটেছে। ওই গৃহবধূর লাশ ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।