খুলনার ডুমুরিয়ায় তেলবাহী ট্রাকের সাথে সড়ক দুর্ঘটনায় ২ জন নারী পথচারী নিহত হয়েছে। বুধবার (৩০ এপ্রিল) বিকেল ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
ঘটনাস্থল থেকে পুলিশ তেলের ট্রাক আটক করলেও চালক ও হেলপার কাউকে আটক করা যায়নি।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, খুলনা থেকে ছেড়ে আসা যশোরগামী তেলবাহী ট্রাক যার নাম্বার নওগাঁ-ঢ ০৮-০০০২ ৫নং আটলিয়া ইউনিয়ন নরনিয়া গ্রামের আটলিয়া রাস্তার মোড় নামক স্থানে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে পাশে দাঁড়িয়ে থাকা দুই পথচারীকে ধাক্কা দেয়।এঘটনায় ডুমুরিয়া থানার নরনিয়া গ্রামের আব্দুর রশীদের স্ত্রী মাজেদা খাতুন (৪৮) ও একই গ্রামের ফজর আলী সরদারের স্ত্রী রোকেয়া খাতুন রকি(৬০) নামের দুই নারী নিহত হন।
ডুমুরিয়া হাইওয়ে থানার এস আই মো. কামরুল ইসলাম বলেন, বিকেল ৫ টার দিকে ডুমুরিয়া উপজেলার নরনিয়া গ্রামের রিজিয়া খাতুন ও রোকেয়া বেগম রাস্তার পাশে দাড়িয়ে কথা বলছিলেন। এ সময়ে খুলনা থেকে একটি তেলবাহী লরি যশোরের দিকে যাচ্ছিল। নরনিয়া গ্রামে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে ওই দু’নারীর শরীরের ওপর উঠিয়ে দেয় এবং ঘটনাস্থলে তাদের দু’জনের মৃত্যু হয়। পরে লরিটি পাশ্ববর্তী একটি খালে পড়ে যায়।
এর আগে, গাড়ির চালক এবং হেলপার ঘটনাস্থল থেকে সরে পড়ে। স্থানীয়রা দু’পাশের সড়ক আটকে দিলে উভয় পাশে যানজটের সৃষ্টি হয়। পরবর্তীতে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে থানায় নেয়। মরদেহ প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।