ঢাকা , শুক্রবার, ০২ মে ২০২৫, ১৮ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

ফরিদপুরে পলিটেকনিক শিক্ষার্থীদের মশাল মিছিল: দ্রুত দাবি পূরণের আহ্বান

শিক্ষা মন্ত্রণালয়ের কাছে দ্রুত দাবিগুলো মেনে নেওয়ার আহ্বান জানিয়ে চলমান আন্দোলনের অংশ হিসেবে ফরিদপুর পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা মশাল মিছিল করেছেন।

 

বৃহস্পতিবার (১৭ এপ্রিল) রাত ৮টার দিকে ইনস্টিটিউটের হোস্টেল ও আশপাশের মেস থেকে শিক্ষার্থীরা একত্রিত হয়ে ক্যাম্পাসে মশাল জ্বালিয়ে বিক্ষোভ শুরু করেন। পরে মিছিলটি ক্যাম্পাস ও এর আশপাশের এলাকা প্রদক্ষিণ করে।

 

শিক্ষার্থীরা বলেন, বারবার আশ্বাস দেওয়ার পরও দাবিগুলো বাস্তবায়ন না হওয়ায় তারা রাস্তায় নামতে বাধ্য হয়েছেন। দাবিগুলো দ্রুত বাস্তবায়ন না হলে আন্দোলন আরও কঠিনতর রূপ নেবে বলে তারা হুঁশিয়ারি দেন।

 

এর আগে দেশের বিভিন্ন স্থানে, যেমন খুলনায় একযোগে চারটি পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরাও মহাসড়ক অবরোধ করে আন্দোলনে অংশ নেন।

 

শিক্ষার্থীদের প্রধান দাবিগুলোর মধ্যে রয়েছে ডিপ্লোমা শিক্ষার্থীদের শিক্ষাজীবন ও চাকরির ক্ষেত্রে বৈষম্য নিরসন, কারিগরি শিক্ষার মানোন্নয়ন, এবং দ্রুত কর্মসংস্থানের সুযোগ তৈরি।

জনপ্রিয়

ফরিদপুরে পলিটেকনিক শিক্ষার্থীদের মশাল মিছিল: দ্রুত দাবি পূরণের আহ্বান

প্রকাশিত: ০১:০৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫

শিক্ষা মন্ত্রণালয়ের কাছে দ্রুত দাবিগুলো মেনে নেওয়ার আহ্বান জানিয়ে চলমান আন্দোলনের অংশ হিসেবে ফরিদপুর পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা মশাল মিছিল করেছেন।

 

বৃহস্পতিবার (১৭ এপ্রিল) রাত ৮টার দিকে ইনস্টিটিউটের হোস্টেল ও আশপাশের মেস থেকে শিক্ষার্থীরা একত্রিত হয়ে ক্যাম্পাসে মশাল জ্বালিয়ে বিক্ষোভ শুরু করেন। পরে মিছিলটি ক্যাম্পাস ও এর আশপাশের এলাকা প্রদক্ষিণ করে।

 

শিক্ষার্থীরা বলেন, বারবার আশ্বাস দেওয়ার পরও দাবিগুলো বাস্তবায়ন না হওয়ায় তারা রাস্তায় নামতে বাধ্য হয়েছেন। দাবিগুলো দ্রুত বাস্তবায়ন না হলে আন্দোলন আরও কঠিনতর রূপ নেবে বলে তারা হুঁশিয়ারি দেন।

 

এর আগে দেশের বিভিন্ন স্থানে, যেমন খুলনায় একযোগে চারটি পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরাও মহাসড়ক অবরোধ করে আন্দোলনে অংশ নেন।

 

শিক্ষার্থীদের প্রধান দাবিগুলোর মধ্যে রয়েছে ডিপ্লোমা শিক্ষার্থীদের শিক্ষাজীবন ও চাকরির ক্ষেত্রে বৈষম্য নিরসন, কারিগরি শিক্ষার মানোন্নয়ন, এবং দ্রুত কর্মসংস্থানের সুযোগ তৈরি।