ঢাকা , মঙ্গলবার, ১৫ এপ্রিল ২০২৫, ২ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ :
ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় ঝড়ো হাওয়াসহ শিলাবৃষ্টির সম্ভাবনা বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার গাড়িবহরে হামলা, ঘটনায় আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার গাজায় যুদ্ধবিরতি নিয়ে নতুন প্রস্তাব দিলো ইসরায়েল ৪৪তম থেকে ৪৭তম বিসিএস: পিএসসির নতুন সময়সূচি প্রকাশ শেরপুর সরকারি কলেজে শিক্ষার্থীদের জন্য বাস সার্ভিস চালু “জুলাই-আগস্টে ঢাকায় আওয়ামী লীগের মৃত্যু, দাফন দিল্লিতে” — সালাহউদ্দিন আহমেদ কালবৈশাখী ঝড়ের কারণে পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে ফেরি চলাচল বন্ধ কুয়েটের ৩৭ শিক্ষার্থী সাময়িক বহিষ্কার, ৪ মে থেকে শিক্ষা কার্যক্রম চালু তোফায়েল আহমেদের মৃত্যুর খবর গুজব, তিনি সুস্থ আছেন বেগম খালেদা জিয়ার গাড়িবহরে হামলার ঘটনায় আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

বরিশালে কেএফসির সামনে বিক্ষোভ

বন্ধের দাবিতে বরিশাল নগরীর বগুড়া রোডে কেএফসি (কেন্টাকি ফ্রাইড চিকেন) রেস্টুরেন্টের সামনে তিন ঘণ্টা ধরে বিক্ষোভ করেছেন বিক্ষুব্ধ মুসুল্লিসহ ছাত্রজনতা।

ফিলিস্তিনে ইসরায়েলের বর্বর হামলার ঘটনার প্রতিবাদে সোমবার (৭ এপ্রিল) দুপুর ১২টা থেকে বিকেলটা ৩টা পর্যন্ত এ বিক্ষোভ অনুষ্ঠিত হয়। আন্দোলন চলাকালে কেএফসির সামনের সড়কে জোহরের জানাজ আদায় করেন বিক্ষুব্ধরা। আন্দোলন চলাকালে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত থাকায় অপ্রীতিকর কোনো ঘটনা ঘটেনি।

অপরদিকে, দুপুর সাড়ে ১২টার দিকে বরিশাল নগরীর সরকারি বালিকা বিদ্যালয়সংলগ্ন বগুড়া রোডে কেএফসি বন্ধের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন শিক্ষার্থী ও জনতা।

বিক্ষোভে অংশ নেওয়া শিক্ষার্থী আবু মুছা বলেন, কেএফসি একটি ইসরায়েলি ইহুদি এজেন্ট। অবিলম্বে এটি বন্ধ করতে হবে, অন্যথায় নাম পরিবর্তন করতে হবে। ফিলিস্তিনে গণহত্যা চলছে। সেখানে গিয়ে প্রতিবাদ জানাতে পারছি না। তাই, কেএফসি দ্রুত বন্ধের দাবিতে এখানে হাজির হয়েছি।

বরিশাল কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, বিক্ষোভকারীরা কেএফসি’র সামনে সড়ক অবরোধ করে এবং সাইনবোর্ড ভাঙচুরের চেষ্টা করেন। কর্তৃপক্ষ কেএফসি বন্ধ করে দিয়েছে।

জনপ্রিয়

ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় ঝড়ো হাওয়াসহ শিলাবৃষ্টির সম্ভাবনা

বরিশালে কেএফসির সামনে বিক্ষোভ

প্রকাশিত: ১২:১৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৮ এপ্রিল ২০২৫

বন্ধের দাবিতে বরিশাল নগরীর বগুড়া রোডে কেএফসি (কেন্টাকি ফ্রাইড চিকেন) রেস্টুরেন্টের সামনে তিন ঘণ্টা ধরে বিক্ষোভ করেছেন বিক্ষুব্ধ মুসুল্লিসহ ছাত্রজনতা।

ফিলিস্তিনে ইসরায়েলের বর্বর হামলার ঘটনার প্রতিবাদে সোমবার (৭ এপ্রিল) দুপুর ১২টা থেকে বিকেলটা ৩টা পর্যন্ত এ বিক্ষোভ অনুষ্ঠিত হয়। আন্দোলন চলাকালে কেএফসির সামনের সড়কে জোহরের জানাজ আদায় করেন বিক্ষুব্ধরা। আন্দোলন চলাকালে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত থাকায় অপ্রীতিকর কোনো ঘটনা ঘটেনি।

অপরদিকে, দুপুর সাড়ে ১২টার দিকে বরিশাল নগরীর সরকারি বালিকা বিদ্যালয়সংলগ্ন বগুড়া রোডে কেএফসি বন্ধের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন শিক্ষার্থী ও জনতা।

বিক্ষোভে অংশ নেওয়া শিক্ষার্থী আবু মুছা বলেন, কেএফসি একটি ইসরায়েলি ইহুদি এজেন্ট। অবিলম্বে এটি বন্ধ করতে হবে, অন্যথায় নাম পরিবর্তন করতে হবে। ফিলিস্তিনে গণহত্যা চলছে। সেখানে গিয়ে প্রতিবাদ জানাতে পারছি না। তাই, কেএফসি দ্রুত বন্ধের দাবিতে এখানে হাজির হয়েছি।

বরিশাল কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, বিক্ষোভকারীরা কেএফসি’র সামনে সড়ক অবরোধ করে এবং সাইনবোর্ড ভাঙচুরের চেষ্টা করেন। কর্তৃপক্ষ কেএফসি বন্ধ করে দিয়েছে।