ঢাকা , রবিবার, ১১ মে ২০২৫, ২৮ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ :
মহেশপুর সীমান্তে ভারতে অনুপ্রবেশকালে নারী ও শিশুসহ ১৭ জন আটক জুলাই অভ্যুত্থানে আহত ২৩০ জনকে অনুদানের চেক বিতরণ চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিএসএফের দুটি বাঙ্কার নির্মাণ, পরিস্থিতি শান্তিপূর্ণ সার্চ কমিটির মেয়াদ বাড়ছে না, ক্রীড়াঙ্গন রাজনীতি মুক্ত রাখার প্রত্যয় প্রধান উপদেষ্টার কাছে ৪৬টি অডিট রিপোর্ট হস্তান্তর বুদ্ধ পূর্ণিমায় শুভেচ্ছা জানালেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ঈদ ও গ্রীষ্মকালীন ছুটিতে শিক্ষাপ্রতিষ্ঠানে টানা বন্ধ, খোলা থাকবে দুটি শনিবার ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত ৪৭ জন, মৃত্যুহীন দিন দখল-দূষণে বিলীন বান্দরবানের ম্যাক্সি খাল, প্রশাসনের উচ্ছেদ অভিযানের আশ্বাস ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন কমিশন গঠনের ঘোষণা আইন উপদেষ্টা আসিফ নজরুলের

কুমিল্লায় বাসচাপায় ভাইবোন নিহত, বাবা সহ আহত ৩

কুমিল্লায় সুগন্ধা পরিবহন নামের একটি যাত্রীবাহী বাসের চাপায় সিএনজিচালিত অটোরিকশায় থাকা দুই মাদরাসা শিক্ষার্থী নিহত হয়েছে। এ সময় অটোরিকশার আরো তিন যাত্রী আহত হয়েছেন।

 

 

বৃহস্পতিবার (৭ নভেম্বর) রাত ৮টার দিকে কুমিল্লা-সিলেট মহাসড়কের কুমিল্লার দেবিদ্বার উপজেলার জাফরগঞ্জ ইউনিয়নের ছগুরা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

 

নিহতরা হলো- জাফরগঞ্জ ইউপির হোসেনপুর গ্রামের জাহাঙ্গীর হোসেনের ছেলে জুনায়েদ হোসেন (১২) ও তার বোন ফাহিমা (৯)। তারা দুই ভাইবোন ছগুরা ইসলামিয়া মাদরাসার আবাসিক শিক্ষার্থী ছিল।

 

স্থানীয়রা জানান, হোসেনপুর গ্রামের জাহাঙ্গীর হোসেন পেশায় একজন সিএনজিচালিত অটোরিকশা চালক। তার ছেলে এবং মেয়ে ছগুরা ইসলামিয়া মাদরাসার আবাসিক শিক্ষার্থী ছিল। বৃহস্পতিবার রাতে জাহাঙ্গীর তার নিজের অটোরিকশায় করে দুই সন্তানকে মাদরাসা থেকে শিশু দুটির নানাবাড়ি পাশের ওলুয়া যাচ্ছিলেন। রাত ৮টার দিকে মাদরাসা থেকে একটু দূরে এলে বিপরীত দিক থেকে আসা সুগন্ধা পরিবহন নামের একটি যাত্রীবাহী বাস অটোরিকশাটিকে চাপা দিলে ঘটনাস্থলেই জুনায়েদের মৃত্যু হয়। পরে মারাত্মক আহত অবস্থায় ফাহিমাকে দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। দুই শিশুর বাবা জাহাঙ্গীরসহ অটোরিকশার অন্য তিন যাত্রীও আহত হন। তাদেরকে উদ্ধার করে দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

 

হাইওয়ে পুলিশ কুমিল্লা রিজিওনের পুলিশ সুপার খাইরুল আলম বলেন, সুগন্ধা পরিবহনের একটি যাত্রীবাহী বাস সিএনজির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুই শিশু নিহত হয়েছে। হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুর্ঘটনা কবলিত যানবাহন দুটিকে উদ্ধার করে। তবে বাসের চালক ও হেলপার পালিয়ে গেছে। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলছে।

জনপ্রিয়

মহেশপুর সীমান্তে ভারতে অনুপ্রবেশকালে নারী ও শিশুসহ ১৭ জন আটক

কুমিল্লায় বাসচাপায় ভাইবোন নিহত, বাবা সহ আহত ৩

প্রকাশিত: ০৮:৩০ পূর্বাহ্ন, শুক্রবার, ৮ নভেম্বর ২০২৪

কুমিল্লায় সুগন্ধা পরিবহন নামের একটি যাত্রীবাহী বাসের চাপায় সিএনজিচালিত অটোরিকশায় থাকা দুই মাদরাসা শিক্ষার্থী নিহত হয়েছে। এ সময় অটোরিকশার আরো তিন যাত্রী আহত হয়েছেন।

 

 

বৃহস্পতিবার (৭ নভেম্বর) রাত ৮টার দিকে কুমিল্লা-সিলেট মহাসড়কের কুমিল্লার দেবিদ্বার উপজেলার জাফরগঞ্জ ইউনিয়নের ছগুরা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

 

নিহতরা হলো- জাফরগঞ্জ ইউপির হোসেনপুর গ্রামের জাহাঙ্গীর হোসেনের ছেলে জুনায়েদ হোসেন (১২) ও তার বোন ফাহিমা (৯)। তারা দুই ভাইবোন ছগুরা ইসলামিয়া মাদরাসার আবাসিক শিক্ষার্থী ছিল।

 

স্থানীয়রা জানান, হোসেনপুর গ্রামের জাহাঙ্গীর হোসেন পেশায় একজন সিএনজিচালিত অটোরিকশা চালক। তার ছেলে এবং মেয়ে ছগুরা ইসলামিয়া মাদরাসার আবাসিক শিক্ষার্থী ছিল। বৃহস্পতিবার রাতে জাহাঙ্গীর তার নিজের অটোরিকশায় করে দুই সন্তানকে মাদরাসা থেকে শিশু দুটির নানাবাড়ি পাশের ওলুয়া যাচ্ছিলেন। রাত ৮টার দিকে মাদরাসা থেকে একটু দূরে এলে বিপরীত দিক থেকে আসা সুগন্ধা পরিবহন নামের একটি যাত্রীবাহী বাস অটোরিকশাটিকে চাপা দিলে ঘটনাস্থলেই জুনায়েদের মৃত্যু হয়। পরে মারাত্মক আহত অবস্থায় ফাহিমাকে দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। দুই শিশুর বাবা জাহাঙ্গীরসহ অটোরিকশার অন্য তিন যাত্রীও আহত হন। তাদেরকে উদ্ধার করে দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

 

হাইওয়ে পুলিশ কুমিল্লা রিজিওনের পুলিশ সুপার খাইরুল আলম বলেন, সুগন্ধা পরিবহনের একটি যাত্রীবাহী বাস সিএনজির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুই শিশু নিহত হয়েছে। হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুর্ঘটনা কবলিত যানবাহন দুটিকে উদ্ধার করে। তবে বাসের চালক ও হেলপার পালিয়ে গেছে। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলছে।