বাংলাদেশ সরকারের এক সাম্প্রতিক পদোন্নতিতে এ কে এম আফতাব হোসেন প্রামাণিককে ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের সচিব হিসেবে নিযুক্ত করা হয়েছে। তার আগে তিনি বাংলাদেশ পর্যটন করপোরেশনের চেয়ারম্যান (গ্রেড-১) হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
আজ মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
এর আগে, গত ৩০ অক্টোবর চাকরির বয়স শেষ হওয়ায় ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের সচিব মু আ হামিদ জমাদ্দারকে অবসরে পাঠিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়। গতকাল সোমবার থেকে এ অবসর কার্যকর হওয়ার পর আজ থেকে তার অবসরোত্তর ছুটি শুরু হয়েছে।
ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের নতুন সচিব আফতাব হোসেন প্রামাণিক বিসিএস (প্রশাসন) ক্যাডারের একাদশ ব্যাচের একজন সদস্য। তিনি গত ৩০ জানুয়ারি পর্যটন করপোরেশনের চেয়ারম্যান (গ্রেড-১) পদে যোগদান করেন। পর্যটন করপোরেশনে যোগদানের আগে তিনি মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব হিসেবে কর্মরত ছিলেন। এর আগে তিনি স্থানীয় সরকার বিভাগে অতিরিক্ত সচিব ও যুগ্ম সচিব হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি অর্থনৈতিক সম্পর্ক বিভাগে যুগ্ম সচিব ও উপসচিব হিসেবে দায়িত্ব পালন করেন। এ ছাড়া বিদেশে বিভিন্ন দূতাবাস এবং মাঠপর্যায়ে কাজ করেছেন আফতাব হোসেন প্রামাণিক।