আশকোনা হজক্যাম্পে ডিউটি শেষে মোটরসাইকেলে থানায় ফেরার পথে ট্রেনের ধাক্কায় কেএম মুনসুর আলী নামে পুলিশের এক এসআই মারা গেছেন।
শনিবার রাত সাড়ে ৯টার দিকে ফরিদ মার্কেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহত অবস্থায় তাকে উদ্ধার করে কুয়েত মৈত্রী হাসপাতালে নিলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।
এসআই মুনসুর ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উত্তরা বিভাগের দক্ষিণখান থানায় কর্মরত ছিলেন। তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে দক্ষিণখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাইফুর রহমান মির্জা জানান, হজক্যাম্পে ডিউটি শেষ করে মোটরসাইকেলে থানায় ফেরার পথে ট্রেনের সঙ্গে ধাক্কা লেগে মারা যান মুনসুর। পল্লবী হাজি মার্কেট এলাকায় পরিবার নিয়ে থাকতেন তিনি। দুই সন্তান রয়েছে মুনসুরের। তার গ্রামের বাড়ি পাবনা।