যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টের নিয়মিত প্রেস ব্রিফিংয়ে প্রশ্নোত্তরে উঠে এসেছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার ইস্যুটি। এ সম্পর্কিত এক প্রশ্নের জবাবে প্রধান উপ-মুখপাত্র (প্রিন্সিপাল ডেপুটি স্পোকসপার্সন) টমি পিগট বলেছেন, ‘অন্তর্বর্তী সরকার স্পেশাল ট্রাইব্যুনালে আওয়ামী লীগ ও এর নেতাদের বিচার শেষ না হওয়া পর্যন্ত আওয়ামী লীগকে নিষিদ্ধ করার বিষয়ে আমরা সচেতন।’
তিনি বলেন, ‘আমরা বাংলাদেশের কোনো একটি দলের চেয়ে অন্যকে বেশি সমর্থন করি না। আমরা সমর্থন করি একটি মুক্ত ও গণতান্ত্রিক প্রক্রিয়া এবং একইসঙ্গে সবার সাথে স্বচ্ছ আইনি প্রক্রিয়া।’
প্রধান উপ-মুখপাত্র আরও বলেন, ‘আমরা বাংলাদেশসহ সব দেশকে মত প্রকাশের স্বাধীনতা, শান্তিপূর্ণ জমায়েত ও সংগঠন করার অধিকারকে সম্মান জানানোর আহ্বান জানাই।’
এরপর ‘উগ্রপন্থাকে উৎসাহিত করতে অন্তর্বর্তী সরকারের ভূমিকার’ বিষয়ে একটি প্রশ্ন করেন প্রশ্নকর্তা সাংবাদিক।
জবাবে টমি পিগট বলেন ‘আমরা ৫০ বছর ধরে গড়ে তোলা বাংলাদেশের সঙ্গে আমাদের অংশদারিত্বকে গুরুত্ব দেই। আমরা অন্তর্বর্তী সরকারের সঙ্গে কাজ করে এ অংশীদারিত্ব আরও গভীর করতে অঙ্গীকারাবদ্ধ।
প্রসঙ্গত, বাংলাদেশে অন্তর্বর্তী সরকার ‘আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে’ আওয়ামী লীগ ও দলটির নেতাদের বিচার শেষ না হওয়া পর্যন্ত দলটির যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করে গত সোমবার প্রজ্ঞাপন জারি করে।