গাজীপুরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ ও তার সহযোগীদের ওপর হামলার প্রতিবাদে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। হামলাকারীদের দ্রুত গ্রেফতার এবং আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি জানানোর পাশাপাশি হামলার ঘটনার তীব্র নিন্দা জানান বক্তারা।
রাজধানীর বাংলামোটরে রাত ১০টায় এনসিপির কেন্দ্রীয় বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। পরে বাংলামোটর থেকে শাহবাগ ঘুরে আবারও বাংলামোটরে ফিরে মিছিল শেষ হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও রাজু ভাস্কর্যে বিক্ষোভ করে দোষীদের ২৪ ঘণ্টার মধ্যে গ্রেফতারের দাবি জানান।
গাজীপুর, নারায়ণগঞ্জ, রাজশাহী এবং ময়মনসিংহেও এনসিপি, ছাত্রশিবির, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন। বক্তারা বলেন, এই হামলা গণতন্ত্র ও মতপ্রকাশের স্বাধীনতার ওপর আঘাত। তারা হামলাকারীদের দ্রুত বিচারের আওতায় আনার আহ্বান জানান এবং কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন।
এদিকে, রোববার (৪ মে) সন্ধ্যায় একটি ফেসবুক পোস্টে এনসিপির আরেক মুখ্য সংগঠক সারজিস আলম জানান, গাজীপুরের চান্দনা চৌরাস্তা এলাকায় হাসনাতের গাড়িতে ১০-১২ জন সন্ত্রাসী হামলা চালায়। গাড়ির গ্লাস ভেঙে যায় এবং হাসনাত আহত হন। তিনি দলীয় কর্মীদের দ্রুত ঘটনাস্থলে পৌঁছানোর আহ্বান জানান।