নির্বাচনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সশস্ত্র বাহিনী সংযুক্তিসহ ১২টি আশু বাস্তবায়নযোগ্য সংস্কার প্রস্তাব মন্ত্রিপরিষদ বিভাগকে দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
বুধবার (৩০ এপ্রিল) ইসি সচিব আখতার আহমেদ বিষয়টি নিশ্চিত করে জানান, মন্ত্রিপরিষদ বিভাগকে লিখিতভাবে এসব প্রস্তাব জানানো হয়েছে। ইসির মতে, প্রস্তাবগুলোর অধিকাংশ দ্রুত বাস্তবায়ন সম্ভব।
নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ বলেন, ‘সংস্কার সুপারিশ তিন ভাগে ভাগ করা হয়েছে—যেগুলো রাজনৈতিক বিতর্কবিহীন ও তাৎক্ষণিক বাস্তবায়নযোগ্য, যেগুলো রাজনৈতিক ঐকমত্যের প্রয়োজন, এবং যেগুলো আগেই প্রস্তাব দেওয়া হয়েছে।’
তিনি আরও জানান, কিছু সংস্কার নির্বাচন কমিশন নিজেই বিধির মাধ্যমে বাস্তবায়ন করতে পারবে। রাজনৈতিক দলগুলোর সম্মতির ভিত্তিতে যেসব সুপারিশ প্রাসঙ্গিক, সেগুলো নিয়ে ইসির কোনো আপত্তি নেই।