জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। তফসিল অনুযায়ী আগামী ৩১ জুলাই সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত জাকসু এবং হল সংসদের নির্বাচন একযোগে অনুষ্ঠিত হবে। বুধবার (৩০ এপ্রিল) উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল হাসান স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।
এর আগে মঙ্গলবার (২৯ এপ্রিল) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের সিনেট হলে ‘পরিবেশ পরিষদ: জাকসু নির্বাচন ২০২৫’-এর সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়, যেখানে বিভাগের ছাত্র প্রতিনিধি ও শিক্ষার্থী সংগঠনগুলোর প্রতিনিধিরা অংশ নেন। দীর্ঘ ১০ ঘণ্টার বৈঠক শেষে বুধবার ভোরে তফসিল ঘোষণার সিদ্ধান্ত নেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন।
দ্রুত বিচার ও তফসিল ঘোষণার দাবিতে শিক্ষার্থীদের চলমান আন্দোলনের প্রেক্ষিতে এই সিদ্ধান্ত আসে। ১৯৭২ সালে প্রতিষ্ঠিত জাকসুর সর্বশেষ নির্বাচন হয়েছিল ১৯৯২ সালে। এরপর ১৯৯৩ সালে সংঘর্ষের জেরে জাকসু ও হল সংসদ বাতিল করে দেয় প্রশাসন। দীর্ঘ ৩২ বছর পর এবার অনুষ্ঠিত হতে যাচ্ছে বহুল প্রতীক্ষিত এই নির্বাচন।