পিরোজপুরের কাউখালীতে কালিগঙ্গা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে এক ড্রেজার ব্যবসায়ীকে এক লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
সয়না মেঘপাল এলাকায় ফাহিম ড্রেজার পরিচালনাকারী পিরোজপুর সদরের নিয়াজ মোর্শেদ অন্য উপজেলা থেকে এসে নদী থেকে বালু উত্তোলন করছিলেন।
এ খবর পেয়ে কাউখালী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুদীপ্ত দেবনাথ ঘটনাস্থলে গিয়ে মোবাইল কোর্টের মাধ্যমে তাকে জরিমানা করেন।
অভিযানে কাউখালী থানার পুলিশের একটি দল অংশ নেয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা সজল মোল্লা জানান, নদী থেকে অবৈধ বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে অভিযান চলমান থাকবে।
সহকারী কমিশনার সুদীপ্ত দেবনাথ জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (৩০ এপ্রিল) বিকেলে এ অভিযান পরিচালিত হয়।