বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষকদের জন্য বদলির প্রক্রিয়া শুরু হওয়ার সুখবর দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর (মাউশি)।
মাউশির কর্মকর্তারা জানিয়েছেন, আগামী জুনের মধ্যে বদলির জন্য সফটওয়্যার তৈরির কাজ শেষ করা হবে এবং অক্টোবর থেকেই বদলি কার্যক্রম শুরু হতে পারে।
মঙ্গলবার (২৯ এপ্রিল) এ বিষয়ে গঠিত কমিটির সভায় রোডম্যাপ ঘোষণা করা হয়। মাউশির উপ-পরিচালক (মাধ্যমিক-২) ইউনুছ ফারুকী বলেন, শিক্ষা মন্ত্রণালয়ের পরিপত্র অনুযায়ী বদলি কার্যক্রম পরিচালিত হবে।
উল্লেখ্য, গত বছরের ১১ আগস্ট এমপিওভুক্ত শিক্ষকদের বদলি নীতিমালা প্রকাশ করে শিক্ষা মন্ত্রণালয়।