ঢাকা , রবিবার, ১১ মে ২০২৫, ২৮ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ :
মহেশপুর সীমান্তে ভারতে অনুপ্রবেশকালে নারী ও শিশুসহ ১৭ জন আটক জুলাই অভ্যুত্থানে আহত ২৩০ জনকে অনুদানের চেক বিতরণ চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিএসএফের দুটি বাঙ্কার নির্মাণ, পরিস্থিতি শান্তিপূর্ণ সার্চ কমিটির মেয়াদ বাড়ছে না, ক্রীড়াঙ্গন রাজনীতি মুক্ত রাখার প্রত্যয় প্রধান উপদেষ্টার কাছে ৪৬টি অডিট রিপোর্ট হস্তান্তর বুদ্ধ পূর্ণিমায় শুভেচ্ছা জানালেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ঈদ ও গ্রীষ্মকালীন ছুটিতে শিক্ষাপ্রতিষ্ঠানে টানা বন্ধ, খোলা থাকবে দুটি শনিবার ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত ৪৭ জন, মৃত্যুহীন দিন দখল-দূষণে বিলীন বান্দরবানের ম্যাক্সি খাল, প্রশাসনের উচ্ছেদ অভিযানের আশ্বাস ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন কমিশন গঠনের ঘোষণা আইন উপদেষ্টা আসিফ নজরুলের

১২শ মেগাওয়াটের উৎপাদন কমে এখন ১৬২

কক্সবাজারের মহেশখালীর মাতারবাড়ি তাপ বিদ্যুৎকেন্দ্রের উৎপাদন কমে দাঁড়িয়েছে ১৬২ মেগাওয়াটে। এই বিদ্যুৎকেন্দ্রের দুটি ইউনিটের উৎপাদন সক্ষমতা ১২শ মেগাওয়াট। পিডিবি চট্টগ্রাম অঞ্চলের বিতরণ বিভাগের প্রতিদিনের উৎপাদন তালিকায় দেখা যায়, গত ৮ এপ্রিল এই বিদ্যুৎকেন্দ্রে উৎপাদন হয়েছে মাত্র ১৫৭ মেগাওয়াট। এরপর থেকে গত ১১ এপ্রিল পর্যন্ত প্রতিদিন উৎপাদন হয়েছে ১৫৭ থেকে ১৬২ মেগাওয়াট। এর আগে বিদ্যুৎকেন্দ্রটিতে উৎপাদন হতো গড়ে ৮০০ থেকে ১০০০ মেগাওয়াট।

 

বিদ্যুৎকেন্দ্রের প্রকৌশলী জানান, কয়লা সংকটের কারণে মাতারবাড়ি তাপ বিদ্যুৎকেন্দ্রের উৎপাদন কমেছে। পিডিবির এক প্রকৌশলী জানান, এই বিদ্যুৎকেন্দ্রের জন্য সরবরাহকারীরা জাহাজে যে কয়লা পাঠিয়েছিল সেগুলো ছিল ভেজালযুক্ত। যে কয়লাগুলো পাঠানো হয়েছিল তাতে বেশিরভাগই ছিল মাটিযুক্ত। তাই এসব কয়লার একটি চালান ফেরত পাঠানো হয়েছে। এরপর থেকে উৎপাদন কমে গেছে। উল্লেখ্য, গত ১৭ মার্চ ৬৩ হাজার টন কয়লা নিয়ে একটি জাহাজ বন্দরে নোঙর করে। তবে সেই কয়লায় ভেজাল থাকায় খালাস না করে চালানটি ফেরত পাঠানো হয়।

জনপ্রিয়

মহেশপুর সীমান্তে ভারতে অনুপ্রবেশকালে নারী ও শিশুসহ ১৭ জন আটক

১২শ মেগাওয়াটের উৎপাদন কমে এখন ১৬২

প্রকাশিত: ১১:৩০ অপরাহ্ন, রবিবার, ১৩ এপ্রিল ২০২৫

কক্সবাজারের মহেশখালীর মাতারবাড়ি তাপ বিদ্যুৎকেন্দ্রের উৎপাদন কমে দাঁড়িয়েছে ১৬২ মেগাওয়াটে। এই বিদ্যুৎকেন্দ্রের দুটি ইউনিটের উৎপাদন সক্ষমতা ১২শ মেগাওয়াট। পিডিবি চট্টগ্রাম অঞ্চলের বিতরণ বিভাগের প্রতিদিনের উৎপাদন তালিকায় দেখা যায়, গত ৮ এপ্রিল এই বিদ্যুৎকেন্দ্রে উৎপাদন হয়েছে মাত্র ১৫৭ মেগাওয়াট। এরপর থেকে গত ১১ এপ্রিল পর্যন্ত প্রতিদিন উৎপাদন হয়েছে ১৫৭ থেকে ১৬২ মেগাওয়াট। এর আগে বিদ্যুৎকেন্দ্রটিতে উৎপাদন হতো গড়ে ৮০০ থেকে ১০০০ মেগাওয়াট।

 

বিদ্যুৎকেন্দ্রের প্রকৌশলী জানান, কয়লা সংকটের কারণে মাতারবাড়ি তাপ বিদ্যুৎকেন্দ্রের উৎপাদন কমেছে। পিডিবির এক প্রকৌশলী জানান, এই বিদ্যুৎকেন্দ্রের জন্য সরবরাহকারীরা জাহাজে যে কয়লা পাঠিয়েছিল সেগুলো ছিল ভেজালযুক্ত। যে কয়লাগুলো পাঠানো হয়েছিল তাতে বেশিরভাগই ছিল মাটিযুক্ত। তাই এসব কয়লার একটি চালান ফেরত পাঠানো হয়েছে। এরপর থেকে উৎপাদন কমে গেছে। উল্লেখ্য, গত ১৭ মার্চ ৬৩ হাজার টন কয়লা নিয়ে একটি জাহাজ বন্দরে নোঙর করে। তবে সেই কয়লায় ভেজাল থাকায় খালাস না করে চালানটি ফেরত পাঠানো হয়।