ঢাকা , শুক্রবার, ০২ মে ২০২৫, ১৮ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ :
শ্রমিক মালিকের সম্পর্ক হতে হবে ভ্রাতৃত্বের, শত্রুতার নয়: জামায়াত আমির অবশেষে বিশ্ববাজারে স্বর্ণের দরপতন মহেশপুর সীমান্তে দালালসহ ১০ জন আটক মেঘনায় নিষেধাজ্ঞা শেষে জেলেদের প্রত্যাবর্তন, এবার উৎপাদন বাড়ার আশা ​মালয়েশিয়ায় বাংলাদেশি শ্রমিকদের প্রতি বৈষম্য: পরিশ্রম বেশি, বেতন কম আদানি বিদ্যুৎচুক্তিতে ৪,৫০০ কোটি টাকার কর ফাঁকি! সাবেক সরকার ও পিডিবির ভূমিকা নিয়ে তদন্তে দুদক বৈষম্যহীন বাংলাদেশ গড়তে ঐক্য ও সহযোগিতার আহ্বান প্রধান উপদেষ্টার নির্বাচনে সশস্ত্র বাহিনী সংযুক্তিসহ ১২টি সংস্কার প্রস্তাব দিয়েছে ইসি রেমিট্যান্সে রেকর্ড প্রবাহ: এপ্রিলের ২৯ দিনে এসেছে ২৬০ কোটি ডলার মহান মে দিবস আজ: শ্রমিক-মালিক এক হয়ে গড়বে নতুন বাংলাদেশ

বাংলাদেশে তিন দিনব্যাপী আন্তর্জাতিক বিনিয়োগ সম্মেলন শুরু: অংশ নিচ্ছেন ৫০ দেশের প্রতিনিধি

বাংলাদেশে বিদেশি বিনিয়োগ বাড়াতে সোমবার (৭ এপ্রিল) থেকে শুরু হচ্ছে ‘বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিট–২০২৫’। ঢাকার ইন্টারকন্টিনেন্টাল হোটেলে আয়োজিত এই আন্তর্জাতিক সম্মেলন চলবে আগামী বুধবার (৯ এপ্রিল) পর্যন্ত।

 

সম্মেলনের মূল দিকগুলো হচ্ছে—

আয়োজক: বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা)

অংশগ্রহণকারী: বিশ্বের ৫০টি দেশের ৫৫০ জনেরও বেশি বিনিয়োগকারী ও কোম্পানি প্রতিনিধি

বিশেষ অতিথিরা:

অস্কার গার্সিয়া মাসেইরাস – জারা ব্র্যান্ডের মূল কোম্পানি ইন্ডিটেক্সের সিইও

সুলতান আহমেদ বিন সুলাইমান – দুবাইয়ের ডিপি ওয়ার্ল্ড গ্রুপের চেয়ারম্যান

ব্যারোনেস রোজি উইন্টারটন – যুক্তরাজ্যের হাউস অব লর্ডসের সদস্য

সাং-জু লি – স্যামসাংয়ের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট

কলিন মেলভিল কেনেডি কারি – জিওর্ডানোর সিইও

এছাড়া মেটা (ফেসবুক), উবার, টেলিনর, টয়োটা ও বিশ্বখ্যাত ভেঞ্চার ক্যাপিটাল ফার্ম যেমন বি-ক্যাপিটাল, গোবি পার্টনার্স-এর প্রতিনিধিরাও থাকবেন।

 

এই সম্মেলনের কার্যক্রম ও উদ্যোগ হচ্ছে—

  • অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন: প্রথম দিন বিনিয়োগকারীদের চট্টগ্রামের কোরিয়ান ইপিজেড ও মিরসরাইয়ের এনএসইজেড পরিদর্শনে নেওয়া হবে। পরে নারায়ণগঞ্জের জাপানি অর্থনৈতিক অঞ্চলও ঘুরবেন তারা।
  • পুরস্কার প্রদান: পাঁচটি শ্রেণিতে দেশি–বিদেশি সেরা বিনিয়োগকারীদের পুরস্কার ও এক বিদেশি ব্যবসায়ীকে নাগরিকত্ব প্রদানের প্রস্তাব।
  • নেটওয়ার্কিং সেশন: স্টার্টআপ ও বাণিজ্য সংগঠনগুলোর জন্য আলাদা নেটওয়ার্কিং সেশন অনুষ্ঠিত হবে।

 

সংবাদ সম্মেলনে বিডার নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী বলেন, “বাংলাদেশ নিয়ে বিদেশিদের নেতিবাচক ধারণা বদলাতে এই সম্মেলন বড় ভূমিকা রাখবে।”

 

তিনি আরও বলেন, “যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক পাল্টা শুল্ক আরোপকে আমরা একটি সুযোগ হিসেবে দেখছি। এতে করে আমাদের ব্যবসা–পরিবেশের সংস্কার ত্বরান্বিত হবে।”

 

এছাড়া জানানো হয়, যুক্তরাষ্ট্রের সঙ্গে জ্বালানি রপ্তানির আলোচনা চলেছে, যা সফল হলে মধ্যপ্রাচ্যের ওপর নির্ভরতা কমবে এবং দেশে জ্বালানির ঘাটতি কমবে। পাশাপাশি নাসার সঙ্গে একটি বেসামরিক চুক্তি ও আইএলওর সঙ্গে শ্রম আইনবিষয়ক চুক্তি হওয়ার সম্ভাবনার কথাও জানানো হয়।

জনপ্রিয়

শ্রমিক মালিকের সম্পর্ক হতে হবে ভ্রাতৃত্বের, শত্রুতার নয়: জামায়াত আমির

বাংলাদেশে তিন দিনব্যাপী আন্তর্জাতিক বিনিয়োগ সম্মেলন শুরু: অংশ নিচ্ছেন ৫০ দেশের প্রতিনিধি

প্রকাশিত: ০২:৫৮ পূর্বাহ্ন, সোমবার, ৭ এপ্রিল ২০২৫

বাংলাদেশে বিদেশি বিনিয়োগ বাড়াতে সোমবার (৭ এপ্রিল) থেকে শুরু হচ্ছে ‘বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিট–২০২৫’। ঢাকার ইন্টারকন্টিনেন্টাল হোটেলে আয়োজিত এই আন্তর্জাতিক সম্মেলন চলবে আগামী বুধবার (৯ এপ্রিল) পর্যন্ত।

 

সম্মেলনের মূল দিকগুলো হচ্ছে—

আয়োজক: বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা)

অংশগ্রহণকারী: বিশ্বের ৫০টি দেশের ৫৫০ জনেরও বেশি বিনিয়োগকারী ও কোম্পানি প্রতিনিধি

বিশেষ অতিথিরা:

অস্কার গার্সিয়া মাসেইরাস – জারা ব্র্যান্ডের মূল কোম্পানি ইন্ডিটেক্সের সিইও

সুলতান আহমেদ বিন সুলাইমান – দুবাইয়ের ডিপি ওয়ার্ল্ড গ্রুপের চেয়ারম্যান

ব্যারোনেস রোজি উইন্টারটন – যুক্তরাজ্যের হাউস অব লর্ডসের সদস্য

সাং-জু লি – স্যামসাংয়ের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট

কলিন মেলভিল কেনেডি কারি – জিওর্ডানোর সিইও

এছাড়া মেটা (ফেসবুক), উবার, টেলিনর, টয়োটা ও বিশ্বখ্যাত ভেঞ্চার ক্যাপিটাল ফার্ম যেমন বি-ক্যাপিটাল, গোবি পার্টনার্স-এর প্রতিনিধিরাও থাকবেন।

 

এই সম্মেলনের কার্যক্রম ও উদ্যোগ হচ্ছে—

  • অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন: প্রথম দিন বিনিয়োগকারীদের চট্টগ্রামের কোরিয়ান ইপিজেড ও মিরসরাইয়ের এনএসইজেড পরিদর্শনে নেওয়া হবে। পরে নারায়ণগঞ্জের জাপানি অর্থনৈতিক অঞ্চলও ঘুরবেন তারা।
  • পুরস্কার প্রদান: পাঁচটি শ্রেণিতে দেশি–বিদেশি সেরা বিনিয়োগকারীদের পুরস্কার ও এক বিদেশি ব্যবসায়ীকে নাগরিকত্ব প্রদানের প্রস্তাব।
  • নেটওয়ার্কিং সেশন: স্টার্টআপ ও বাণিজ্য সংগঠনগুলোর জন্য আলাদা নেটওয়ার্কিং সেশন অনুষ্ঠিত হবে।

 

সংবাদ সম্মেলনে বিডার নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী বলেন, “বাংলাদেশ নিয়ে বিদেশিদের নেতিবাচক ধারণা বদলাতে এই সম্মেলন বড় ভূমিকা রাখবে।”

 

তিনি আরও বলেন, “যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক পাল্টা শুল্ক আরোপকে আমরা একটি সুযোগ হিসেবে দেখছি। এতে করে আমাদের ব্যবসা–পরিবেশের সংস্কার ত্বরান্বিত হবে।”

 

এছাড়া জানানো হয়, যুক্তরাষ্ট্রের সঙ্গে জ্বালানি রপ্তানির আলোচনা চলেছে, যা সফল হলে মধ্যপ্রাচ্যের ওপর নির্ভরতা কমবে এবং দেশে জ্বালানির ঘাটতি কমবে। পাশাপাশি নাসার সঙ্গে একটি বেসামরিক চুক্তি ও আইএলওর সঙ্গে শ্রম আইনবিষয়ক চুক্তি হওয়ার সম্ভাবনার কথাও জানানো হয়।