কিশোরগঞ্জের ইটনা উপজেলায় বিএনপির এক পথসভায় দলের চেয়ারপারসনের উপদেষ্টা ও মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফজলুর রহমান বর্তমান সরকারের বিরুদ্ধে কঠোর ভাষায় প্রতিক্রিয়া জানিয়ে দ্রুততম সময়ে নির্বাচনের দাবি তুলে ধরেন।
বুধবার (২ এপ্রিল) মৃগা ইউনিয়নের আনন্দ বাজারে আয়োজিত এ সভায় তিনি বলেন, “তারা (সরকার) নির্বাচন দেবে— আজ, কাল বা পরশু। তারা ভাবছে, নির্বাচন না দিয়েই ক্ষমতায় থাকা যাবে। কিন্তু না, নির্বাচন হবেই। ফজলুর রহমান বেঁচে থাকতেই এই দেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত করতে হবে।”
তিনি আরও বলেন, “মুক্তিযুদ্ধের চেতনা বাঁচিয়ে রাখতে হবে। এই দেশ কখনোই রাজাকারদের হাতে ছেড়ে দেওয়া হবে না। যারা মনে করেন রাজাকারের সন্তানরা বাংলাদেশ শাসন করবে, তারা ভুল ভাবছেন। আমি মৃত্যুর আগ পর্যন্ত মুক্তিযুদ্ধের আদর্শের কথা বলে যাব। এই দেশ মুক্তিযোদ্ধাদের দেশ।”
পথসভায় উপস্থিত ছিলেন ফজলুর রহমানের স্ত্রী ও সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট উম্মে কুলসুম রেখা, উপজেলা বিএনপির সভাপতি এসএম কামাল, সাধারণ সম্পাদক সিদ্দিকুজ্জামান ঠাকুর (স্বপন), সাংগঠনিক সম্পাদক তরিকুল ইসলাম এবং স্থানীয় নেতা জুয়েল প্রমুখ।
এসময় নেতাকর্মীরা সরকারের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়ে জনগণের সমর্থন কামনা করেন এবং আগামী দিনে আরও জোরালো আন্দোলনের ঘোষণা দেন।