সিলেট রেলওয়ে স্টেশন থেকে অজ্ঞাত পরিচয় এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১ মার্চ) বিকেল ৪টার দিকে রেলস্টেশনের পাবলিক টয়লেটের পাশ থেকে ওই যুবকের মরদেহ উদ্ধার করা হয়।
সিলেট রেলওয়ে সদর থানার সাব ইন্সপেক্টর (এসআই) মো. মেহেদী হাসান খান জানান, রেলওয়ের কর্তৃপক্ষ বিকেল ৪টার দিকে পাবলিক টয়লেটের পাশে একটি মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে ওসমানী হাসপাতাল মর্গে রাখে।
মরদেহের শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তবে কীভাবে বা কী কারণে তার মৃত্যু হয়েছে, তা এখনও জানা যায়নি। মৃত ব্যক্তির পরিচয় শনাক্ত করতে পুলিশ তদন্ত চালাচ্ছে এবং সচেতন নগরবাসীর সহযোগিতা কামনা করেছেন।