ঢাকা , মঙ্গলবার, ১৫ এপ্রিল ২০২৫, ২ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ :
বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার গাড়িবহরে হামলা, ঘটনায় আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার গাজায় যুদ্ধবিরতি নিয়ে নতুন প্রস্তাব দিলো ইসরায়েল ৪৪তম থেকে ৪৭তম বিসিএস: পিএসসির নতুন সময়সূচি প্রকাশ শেরপুর সরকারি কলেজে শিক্ষার্থীদের জন্য বাস সার্ভিস চালু “জুলাই-আগস্টে ঢাকায় আওয়ামী লীগের মৃত্যু, দাফন দিল্লিতে” — সালাহউদ্দিন আহমেদ কালবৈশাখী ঝড়ের কারণে পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে ফেরি চলাচল বন্ধ কুয়েটের ৩৭ শিক্ষার্থী সাময়িক বহিষ্কার, ৪ মে থেকে শিক্ষা কার্যক্রম চালু তোফায়েল আহমেদের মৃত্যুর খবর গুজব, তিনি সুস্থ আছেন বেগম খালেদা জিয়ার গাড়িবহরে হামলার ঘটনায় আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার ‘আপন কফি হাউজ’-এর সামনের মারধরের ঘটনায় তরুণীর খোঁজ মেলেনি, মামলা পুলিশের

পটুয়াখালীতে জন্মদিন উদ্‌যাপনের নামে ছাত্রের সঙ্গে নৃশংসতা!

পটুয়াখালীতে জন্মদিন উদযাপনের কথা বলে ডেকে নিয়ে এক শিক্ষার্থীকে কুপিয়ে জখম করেছে সন্ত্রাসীরা। গতকাল মঙ্গলবার রাত ১০টার দিকে জেলা শহরের বনানী এলাকায় এ ঘটনা ঘটে। আহত শিক্ষার্থী মো. ইব্রাহিম খলিল (১৬) পটুয়াখালী টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণির শিক্ষার্থী এবং পৌর এলাকার সবুজবাগ ৬ নম্বর লেনের মুজিবর মোল্লার ছেলে। তাকে গতকাল দিবাগত রাত পৌনে ১২টায় বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকার জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (পঙ্গু হাসপাতাল) পাঠানো হয়েছে।

ইব্রাহিমের সঙ্গে থাকা ছাত্রদল নেতা মাহফুজুর রহমান ও আসিফ ইকবাল মাহমুদ তাকে ঢাকার পঙ্গু হাসপাতালে নেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইমতিয়াজ আহম্মেদ বলেন, ঘটনার পরপর পুলিশ হাসপাতালে গিয়েছিল। ভুক্তভোগীর পক্ষে এখন পর্যন্ত কেউ অভিযোগ দেয়নি। তবে ওই ছাত্রের ওপর হামলায় জড়িত ব্যক্তিদের আটকের চেষ্টা চলছে।

প্রত্যক্ষদর্শী ও আহত ইব্রাহিম খলিলের পরিচিতদের সূত্রমতে, গতকাল রাত সাড়ে ৯টার দিকে বাসা থেকে সবুজবাগ মোড়ের একটি দোকানে মোবাইলে ফ্লেক্সিলোড করতে আসে সে। এ সময় একটি অটোরিকশায় করে স্থানীয় মনির শুভ, তাঁর ছোট ভাই ছাত্রলীগের কর্মী মো. হীরা, হীরার বন্ধু সাব্বিরসহ সাত থেকে আটজন তাকে তুলে নিয়ে যান। এরপর বনানী এলাকার একটি নির্জন স্থানে নিয়ে তাঁরা প্রথমে তাকে মারধর এবং পরে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে মারাত্মক জখম করেন। তাঁরা ইব্রাহিমের ডান হাতের তিনটি আঙুল ও দুই পায়ের রগ কেটে রাস্তার পাশে ফেলে রেখে চলে যান।

হামলার এক ঘণ্টা পর পটুয়াখালী জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মাহফুজুর রহমান ইব্রাহিমকে রাস্তার পাশ থেকে উদ্ধার করে দ্রুত পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক ইব্রাহিমকে প্রাথমিক চিকিৎসা দিয়ে বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।

ঘটনার পর ইব্রাহিমের ওপর হামলায় জড়িতদের আটক করতে অভিযান শুরু করে পুলিশ। এই কারণে পলাতক থাকায় হামলা চালানোর অভিযোগের বিষয়ে অভিযুক্ত মনির শুভ, তাঁর ছোট ভাই ছাত্রলীগের কর্মী মো. হীরা, হীরার বন্ধু সাব্বিরের সঙ্গে চেষ্টা করেও কথা বলা সম্ভব হয়নি।

জনপ্রিয়

বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার গাড়িবহরে হামলা, ঘটনায় আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

পটুয়াখালীতে জন্মদিন উদ্‌যাপনের নামে ছাত্রের সঙ্গে নৃশংসতা!

প্রকাশিত: ০৬:৪১ অপরাহ্ন, বুধবার, ১২ ফেব্রুয়ারী ২০২৫

পটুয়াখালীতে জন্মদিন উদযাপনের কথা বলে ডেকে নিয়ে এক শিক্ষার্থীকে কুপিয়ে জখম করেছে সন্ত্রাসীরা। গতকাল মঙ্গলবার রাত ১০টার দিকে জেলা শহরের বনানী এলাকায় এ ঘটনা ঘটে। আহত শিক্ষার্থী মো. ইব্রাহিম খলিল (১৬) পটুয়াখালী টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণির শিক্ষার্থী এবং পৌর এলাকার সবুজবাগ ৬ নম্বর লেনের মুজিবর মোল্লার ছেলে। তাকে গতকাল দিবাগত রাত পৌনে ১২টায় বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকার জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (পঙ্গু হাসপাতাল) পাঠানো হয়েছে।

ইব্রাহিমের সঙ্গে থাকা ছাত্রদল নেতা মাহফুজুর রহমান ও আসিফ ইকবাল মাহমুদ তাকে ঢাকার পঙ্গু হাসপাতালে নেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইমতিয়াজ আহম্মেদ বলেন, ঘটনার পরপর পুলিশ হাসপাতালে গিয়েছিল। ভুক্তভোগীর পক্ষে এখন পর্যন্ত কেউ অভিযোগ দেয়নি। তবে ওই ছাত্রের ওপর হামলায় জড়িত ব্যক্তিদের আটকের চেষ্টা চলছে।

প্রত্যক্ষদর্শী ও আহত ইব্রাহিম খলিলের পরিচিতদের সূত্রমতে, গতকাল রাত সাড়ে ৯টার দিকে বাসা থেকে সবুজবাগ মোড়ের একটি দোকানে মোবাইলে ফ্লেক্সিলোড করতে আসে সে। এ সময় একটি অটোরিকশায় করে স্থানীয় মনির শুভ, তাঁর ছোট ভাই ছাত্রলীগের কর্মী মো. হীরা, হীরার বন্ধু সাব্বিরসহ সাত থেকে আটজন তাকে তুলে নিয়ে যান। এরপর বনানী এলাকার একটি নির্জন স্থানে নিয়ে তাঁরা প্রথমে তাকে মারধর এবং পরে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে মারাত্মক জখম করেন। তাঁরা ইব্রাহিমের ডান হাতের তিনটি আঙুল ও দুই পায়ের রগ কেটে রাস্তার পাশে ফেলে রেখে চলে যান।

হামলার এক ঘণ্টা পর পটুয়াখালী জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মাহফুজুর রহমান ইব্রাহিমকে রাস্তার পাশ থেকে উদ্ধার করে দ্রুত পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক ইব্রাহিমকে প্রাথমিক চিকিৎসা দিয়ে বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।

ঘটনার পর ইব্রাহিমের ওপর হামলায় জড়িতদের আটক করতে অভিযান শুরু করে পুলিশ। এই কারণে পলাতক থাকায় হামলা চালানোর অভিযোগের বিষয়ে অভিযুক্ত মনির শুভ, তাঁর ছোট ভাই ছাত্রলীগের কর্মী মো. হীরা, হীরার বন্ধু সাব্বিরের সঙ্গে চেষ্টা করেও কথা বলা সম্ভব হয়নি।