ঢাকা , মঙ্গলবার, ১৫ এপ্রিল ২০২৫, ২ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ :
গাজায় যুদ্ধবিরতি নিয়ে নতুন প্রস্তাব দিলো ইসরায়েল ৪৪তম থেকে ৪৭তম বিসিএস: পিএসসির নতুন সময়সূচি প্রকাশ শেরপুর সরকারি কলেজে শিক্ষার্থীদের জন্য বাস সার্ভিস চালু “জুলাই-আগস্টে ঢাকায় আওয়ামী লীগের মৃত্যু, দাফন দিল্লিতে” — সালাহউদ্দিন আহমেদ কালবৈশাখী ঝড়ের কারণে পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে ফেরি চলাচল বন্ধ কুয়েটের ৩৭ শিক্ষার্থী সাময়িক বহিষ্কার, ৪ মে থেকে শিক্ষা কার্যক্রম চালু তোফায়েল আহমেদের মৃত্যুর খবর গুজব, তিনি সুস্থ আছেন বেগম খালেদা জিয়ার গাড়িবহরে হামলার ঘটনায় আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার ‘আপন কফি হাউজ’-এর সামনের মারধরের ঘটনায় তরুণীর খোঁজ মেলেনি, মামলা পুলিশের হালখাতার মতো রাষ্ট্রেরও নবায়ন হোক: এনসিপি নেতা নাহিদ ইসলাম

ভারত মহাসাগরে ভাসমান শতাধিক রোহিঙ্গাকে উদ্ধার করলো লঙ্কান নৌবাহিনী

শ্রীলঙ্কার নৌবাহিনী ভারত মহাসাগরে ভাসমান একটি মাছ ধরার ট্রলারের ওপর থেকে ১০২ জন রোহিঙ্গা শরণার্থীকে উদ্ধার করেছে। উদ্ধারকৃতদের মধ্যে ২৫ জন শিশু রয়েছে। শুক্রবার (২০ ডিসেম্বর) দেশটির নৌবাহিনী এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।

 

নৌবাহিনীর মুখপাত্র জানিয়েছেন, শরণার্থীদের শ্রীলঙ্কার পূর্বাঞ্চলীয় ত্রিঙ্কোমালি বন্দরে নিয়ে যাওয়া হয়েছে। তাদের তীরে নামার আগে মেডিকেল পরীক্ষা করা হবে।

 

মুসলিম সংখ্যাগরিষ্ঠ রোহিঙ্গা সম্প্রদায় মিয়ানমারে চরম নির্যাতনের শিকার। প্রতিবছর হাজার হাজার রোহিঙ্গা দীর্ঘ সমুদ্রযাত্রার ঝুঁকি নিয়ে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ মালয়েশিয়া বা ইন্দোনেশিয়ার দিকে পাড়ি জমায়।

 

বৃহস্পতিবার ভোরে শ্রীলঙ্কার উত্তরের মুল্লৈভাইকাল উপকূলে স্থানীয় জেলেরা ভাসমান ট্রলারটি দেখতে পান। নৌবাহিনীর মুখপাত্র জানিয়েছেন, ভাষাগত সমস্যার কারণে শরণার্থীদের গন্তব্য সম্পর্কে স্পষ্ট ধারণা পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে, সাম্প্রতিক ঘূর্ণিঝড়ের কারণে তারা পথ হারিয়েছে।

 

শ্রীলঙ্কায় রোহিঙ্গাদের নৌকা ভেসে আসা খুব একটা সাধারণ ঘটনা নয়। তবে এটি একেবারে বিরল কিছুও নয়। দেশটি মিয়ানমার থেকে প্রায় ১ হাজার ৭৫০ কিলোমিটার দূরে অবস্থিত।

 

গত অক্টোবরে ইন্দোনেশিয়ার আচেহ প্রদেশে প্রায় ১০০ রোহিঙ্গা একটি নৌকায় এসে পৌঁছালে সেখানে ছয়জনের মৃত্যু হয়।

 

এর আগে ২০২২ সালের ডিসেম্বরে শ্রীলঙ্কার নৌবাহিনী আরও ১০০ জনের বেশি রোহিঙ্গাকে সমুদ্র থেকে উদ্ধার করেছিল।

 

২০১৭ সালে মিয়ানমারের সামরিক অভিযানের সময় সাত লাখের বেশি রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নেয়। ওই অভিযানকে কেন্দ্র করে বর্তমানে জাতিসংঘের একটি আন্তর্জাতিক আদালতে গণহত্যার মামলাও চলছে।

 

২০২১ সালে সামরিক অভ্যুত্থানের পর মিয়ানমারে চলমান গৃহযুদ্ধের ফলে লাখ লাখ মানুষ দেশ ছেড়েছে। রোহিঙ্গা সম্প্রদায় এতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। নাগরিকত্ব স্বীকৃতি না পাওয়া সত্ত্বেও তাদের জোরপূর্বক সামরিক বাহিনীতে অন্তর্ভুক্ত করা হয়েছে।

জনপ্রিয়

গাজায় যুদ্ধবিরতি নিয়ে নতুন প্রস্তাব দিলো ইসরায়েল

ভারত মহাসাগরে ভাসমান শতাধিক রোহিঙ্গাকে উদ্ধার করলো লঙ্কান নৌবাহিনী

প্রকাশিত: ০৬:২৭ অপরাহ্ন, শুক্রবার, ২০ ডিসেম্বর ২০২৪

শ্রীলঙ্কার নৌবাহিনী ভারত মহাসাগরে ভাসমান একটি মাছ ধরার ট্রলারের ওপর থেকে ১০২ জন রোহিঙ্গা শরণার্থীকে উদ্ধার করেছে। উদ্ধারকৃতদের মধ্যে ২৫ জন শিশু রয়েছে। শুক্রবার (২০ ডিসেম্বর) দেশটির নৌবাহিনী এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।

 

নৌবাহিনীর মুখপাত্র জানিয়েছেন, শরণার্থীদের শ্রীলঙ্কার পূর্বাঞ্চলীয় ত্রিঙ্কোমালি বন্দরে নিয়ে যাওয়া হয়েছে। তাদের তীরে নামার আগে মেডিকেল পরীক্ষা করা হবে।

 

মুসলিম সংখ্যাগরিষ্ঠ রোহিঙ্গা সম্প্রদায় মিয়ানমারে চরম নির্যাতনের শিকার। প্রতিবছর হাজার হাজার রোহিঙ্গা দীর্ঘ সমুদ্রযাত্রার ঝুঁকি নিয়ে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ মালয়েশিয়া বা ইন্দোনেশিয়ার দিকে পাড়ি জমায়।

 

বৃহস্পতিবার ভোরে শ্রীলঙ্কার উত্তরের মুল্লৈভাইকাল উপকূলে স্থানীয় জেলেরা ভাসমান ট্রলারটি দেখতে পান। নৌবাহিনীর মুখপাত্র জানিয়েছেন, ভাষাগত সমস্যার কারণে শরণার্থীদের গন্তব্য সম্পর্কে স্পষ্ট ধারণা পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে, সাম্প্রতিক ঘূর্ণিঝড়ের কারণে তারা পথ হারিয়েছে।

 

শ্রীলঙ্কায় রোহিঙ্গাদের নৌকা ভেসে আসা খুব একটা সাধারণ ঘটনা নয়। তবে এটি একেবারে বিরল কিছুও নয়। দেশটি মিয়ানমার থেকে প্রায় ১ হাজার ৭৫০ কিলোমিটার দূরে অবস্থিত।

 

গত অক্টোবরে ইন্দোনেশিয়ার আচেহ প্রদেশে প্রায় ১০০ রোহিঙ্গা একটি নৌকায় এসে পৌঁছালে সেখানে ছয়জনের মৃত্যু হয়।

 

এর আগে ২০২২ সালের ডিসেম্বরে শ্রীলঙ্কার নৌবাহিনী আরও ১০০ জনের বেশি রোহিঙ্গাকে সমুদ্র থেকে উদ্ধার করেছিল।

 

২০১৭ সালে মিয়ানমারের সামরিক অভিযানের সময় সাত লাখের বেশি রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নেয়। ওই অভিযানকে কেন্দ্র করে বর্তমানে জাতিসংঘের একটি আন্তর্জাতিক আদালতে গণহত্যার মামলাও চলছে।

 

২০২১ সালে সামরিক অভ্যুত্থানের পর মিয়ানমারে চলমান গৃহযুদ্ধের ফলে লাখ লাখ মানুষ দেশ ছেড়েছে। রোহিঙ্গা সম্প্রদায় এতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। নাগরিকত্ব স্বীকৃতি না পাওয়া সত্ত্বেও তাদের জোরপূর্বক সামরিক বাহিনীতে অন্তর্ভুক্ত করা হয়েছে।