ঢাকা , মঙ্গলবার, ১৫ এপ্রিল ২০২৫, ২ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ :
গাজায় যুদ্ধবিরতি নিয়ে নতুন প্রস্তাব দিলো ইসরায়েল ৪৪তম থেকে ৪৭তম বিসিএস: পিএসসির নতুন সময়সূচি প্রকাশ শেরপুর সরকারি কলেজে শিক্ষার্থীদের জন্য বাস সার্ভিস চালু “জুলাই-আগস্টে ঢাকায় আওয়ামী লীগের মৃত্যু, দাফন দিল্লিতে” — সালাহউদ্দিন আহমেদ কালবৈশাখী ঝড়ের কারণে পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে ফেরি চলাচল বন্ধ কুয়েটের ৩৭ শিক্ষার্থী সাময়িক বহিষ্কার, ৪ মে থেকে শিক্ষা কার্যক্রম চালু তোফায়েল আহমেদের মৃত্যুর খবর গুজব, তিনি সুস্থ আছেন বেগম খালেদা জিয়ার গাড়িবহরে হামলার ঘটনায় আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার ‘আপন কফি হাউজ’-এর সামনের মারধরের ঘটনায় তরুণীর খোঁজ মেলেনি, মামলা পুলিশের হালখাতার মতো রাষ্ট্রেরও নবায়ন হোক: এনসিপি নেতা নাহিদ ইসলাম

পার্শ্ববর্তী দেশের মিডিয়া মিথ্যা ঘটনা তৈরি করে প্রচার করছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

স্বরাষ্ট্র ও কৃষি মন্ত্রণালয়ের উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, ‘আমাদের পার্শ্ববর্তী দেশের অনেক মিডিয়া মিথ্যা ঘটনা তৈরি করে প্রচার করছে। আমাদের দেশের গণমাধ্যমগুলোকে সত্য ঘটনা তুলে ধরতে হবে। তাহলেই তাদের অসত্য প্রচার সবার সামনে দৃশ্যমান হবে। কোনও অবস্থাতেই যেন গুজব না ছড়ায়।’

 

সোমবার (৯ ডিসেম্বর) দুপুরে খুলনা জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

 

উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী সাম্প্রদায়িক সহিংসতার বিষয়ে মিথ্যা প্রচারণা সম্পর্কে সবাই সচেতন থাকার আহ্বান জানিয়ে বলেন, ‘এ দেশ সবসময় সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এখানে কোনও সংখ্যাগুরু বা সংখ্যালঘু নেই, আমরা সবাই বাংলাদেশি। আইন সবার জন্য সমান। এ বছর কোনও অঘটন ছাড়াই দেশব্যাপী দুর্গাপূজা উদযাপিত হয়েছে।’

 

তিনি বলেন, ‘জুলাই-আগস্টের পরিবর্তিত পরিস্থিতিতে আমরা সরকারের দায়িত্ব নিই। এরপর আমাদের ওপর প্রত্যাশা বেড়ে যায়। সবাই চান অন্তর্বর্তী সরকার দ্রুত কিছু একটা করবে। আমরা চেষ্টা করছি। পরিস্থিতি উন্নতির জন্য শুধু সরকার নয়, সবাই মিলে চেষ্টা করতে হবে। তাহলে দেশ উন্নতির দিকে যাবে।’

 

মাদক ও ঘুষ বন্ধ করার বিষয়ে উপদেষ্টা বলেন, ‘মাদকের প্রবণতা বেড়ে গেছে। মাদকবিরোধী অভিযান জোরদার করতে হবে। মসজিদে মাদক ও ঘুষ নিয়ে আলোচনা করতে হবে। বড় ব্যাধি হলো ঘুষ। প্রতিটি জায়গায় ঘুষ। হারাম খাওয়া থেকে বের হয়ে আসতে হবে। নামাজ পড়ে ঘুষ খেলে আল্লাহ তাকে ছাড় দেবে বলে মনে হয় না।’

জনপ্রিয়

গাজায় যুদ্ধবিরতি নিয়ে নতুন প্রস্তাব দিলো ইসরায়েল

পার্শ্ববর্তী দেশের মিডিয়া মিথ্যা ঘটনা তৈরি করে প্রচার করছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

প্রকাশিত: ০৮:২৭ অপরাহ্ন, সোমবার, ৯ ডিসেম্বর ২০২৪

স্বরাষ্ট্র ও কৃষি মন্ত্রণালয়ের উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, ‘আমাদের পার্শ্ববর্তী দেশের অনেক মিডিয়া মিথ্যা ঘটনা তৈরি করে প্রচার করছে। আমাদের দেশের গণমাধ্যমগুলোকে সত্য ঘটনা তুলে ধরতে হবে। তাহলেই তাদের অসত্য প্রচার সবার সামনে দৃশ্যমান হবে। কোনও অবস্থাতেই যেন গুজব না ছড়ায়।’

 

সোমবার (৯ ডিসেম্বর) দুপুরে খুলনা জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

 

উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী সাম্প্রদায়িক সহিংসতার বিষয়ে মিথ্যা প্রচারণা সম্পর্কে সবাই সচেতন থাকার আহ্বান জানিয়ে বলেন, ‘এ দেশ সবসময় সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এখানে কোনও সংখ্যাগুরু বা সংখ্যালঘু নেই, আমরা সবাই বাংলাদেশি। আইন সবার জন্য সমান। এ বছর কোনও অঘটন ছাড়াই দেশব্যাপী দুর্গাপূজা উদযাপিত হয়েছে।’

 

তিনি বলেন, ‘জুলাই-আগস্টের পরিবর্তিত পরিস্থিতিতে আমরা সরকারের দায়িত্ব নিই। এরপর আমাদের ওপর প্রত্যাশা বেড়ে যায়। সবাই চান অন্তর্বর্তী সরকার দ্রুত কিছু একটা করবে। আমরা চেষ্টা করছি। পরিস্থিতি উন্নতির জন্য শুধু সরকার নয়, সবাই মিলে চেষ্টা করতে হবে। তাহলে দেশ উন্নতির দিকে যাবে।’

 

মাদক ও ঘুষ বন্ধ করার বিষয়ে উপদেষ্টা বলেন, ‘মাদকের প্রবণতা বেড়ে গেছে। মাদকবিরোধী অভিযান জোরদার করতে হবে। মসজিদে মাদক ও ঘুষ নিয়ে আলোচনা করতে হবে। বড় ব্যাধি হলো ঘুষ। প্রতিটি জায়গায় ঘুষ। হারাম খাওয়া থেকে বের হয়ে আসতে হবে। নামাজ পড়ে ঘুষ খেলে আল্লাহ তাকে ছাড় দেবে বলে মনে হয় না।’