রংপুরের পীরগাছায় ডাকাতির সময় ডাকাতদলের এক সদস্যকে আটক করে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন বলে জানিয়েছে পুলিশ।
বুধবার (৩০ এপ্রিল) রাতে এ বিষয়টি নিশ্চিত করেছেন মেট্রোপলিটন মাহিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কুদ্দুস। মঙ্গলবার (২৯ এপ্রিল) দিবাগত রাত ৩টার দিকে উপজেলার কল্যাণী ইউনিয়নের ফতা গ্রামে এই ডাকাতির ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার গভীর রাতে ফতা গ্রামের ছিমাদ চন্দ্রের (৪৫) বাড়িতে ধারালো অস্ত্র ও পিস্তল নিয়ে একটি ডাকাতদল হানা দেয়। ডাকাতির সময় বাধা দেয়ায় ধারালো অস্ত্র দিয়ে ছিমাদকে কোপান ডাকাতেরা। পরে ছিমাদকে মারাত্মকভাবে আহত করে জিনিসপত্র ও গরু নিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় ডাকাত পরেছে ডাকাত পরেছে বাড়ির লোকজনের এমন চিৎকারে গ্রামবাসী এগিয়ে এসে প্রতিরোধ সৃষ্টি করে। গ্রামবাসীর প্রতিরোধের মুখে অন্যরা পালিয়ে গেলেও ডাকাত সদস্য আব্দুর রাজ্জাককে (৪২) আটক করে গণপিটুনি দেয় স্থানীয় জনতা। খবর পেয়ে মাহিগঞ্জ থানা-পুলিশ ঘটনাস্থল থেকে ওই ডাকাতকে উদ্ধার করে থানায় নেয়। ডাকাতির সময় আহত অবস্থায় ছিমাদকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন এলাকাবাসী।
মেট্রোপলিটন মাহিগঞ্জ থানার ওসি আব্দুল কুদ্দুস বলেন, গণপিটুনির শিকার ডাকাত সদস্যকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় যিনি মামলা করবেন তিনি অসুস্থ থাকায় মামলাটি প্রক্রিয়াধীন রয়েছে।