চাঁদপুর শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ১১ তরুণকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার বিকালে সদর মডেল থানার একটি বিশেষ দল শহরের নাজির পাড়া, দক্ষিণ দাসদী, বঙ্গবন্ধু সড়ক, জামতলা, মুসলিম পাড়া ও তালতলা এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করে।
পুলিশের দাবি, গ্রেফতারকৃতরা কিশোর গ্যাংয়ের সদস্য, যারা বিভিন্ন ধরনের অপরাধে জড়িত ছিল। গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছে, জুবায়েদ হোসেন (১৯), ইব্রাহিম গাজী (১৯), সাহিদুল ইসলাম (রমজান) (১৮), হাসিবুল হাসান (মিরাজ) (১৮), আকাশ গাজী (১৯), জুনায়েত সিদ্দিক (আপন) (১৮), খালেক সাইফুল (জাহিদ) (১৮), আব্দুর রহমান (শাওন) (১৯), সাকিবুল ইসলাম (মামুন) (১৮), শেখ ফরিদ (২০) ও সাফিন আহম্মেদ (১৮)।
চাঁদপুর মডেল থানার ওসি বাহার মিয়া জানান, “এদের বিরুদ্ধে সন্ত্রাসী কার্যকলাপ এবং গ্যাংভিত্তিক অপরাধমূলক কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।”
এদিকে, পুলিশ জানিয়েছে, শহরের বিভিন্ন এলাকায় গ্যাংয়ের সদস্যদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে, এবং শৃঙ্খলা ফিরিয়ে আনতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।