ঢাকা , বুধবার, ১৬ এপ্রিল ২০২৫, ৩ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ :
আগামী পাঁচ দিন ঝড়বৃষ্টি ও শিলাবৃষ্টির সম্ভাবনা, তাপমাত্রা থাকবে প্রায় অপরিবর্তিত কারাগারে নববর্ষ, তবু হাস্যোজ্জ্বল শাজাহান খান বললেন: ‘বাইরের চেয়ে ভিতরেই ভালো আছি’ দেশ-বিদেশে এস আলম গ্রুপের আরও জমি ও বিলাসবহুল ফ্ল্যাটের সন্ধান গাইবান্ধায় পরিত্যক্ত কুপে মিলল অজ্ঞাত পরিচয় কিশোরের অর্ধগলিত লাশ নেত্রকোনায় চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণ, মুদি দোকানি গ্রেফতার নোয়াখালীতে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, নিহত ২ আউটসোর্সিং সেবা কর্মীদের জন্য ‘সেবা গ্রহণ নীতিমালা-২০২৫’ জারি জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য উপবৃত্তির আবেদন শুরু সাতটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নাম পরিবর্তন: পাঁচটিতে বাদ পড়েছে নজরুল ইসলাম বাবুর নাম ‘প্রো-বাংলাদেশ’ নীতিই অন্তর্বর্তী সরকারের কূটনৈতিক অগ্রাধিকার: প্রেস সচিব

চাঁদপুর শহরে কিশোর গ্যাংয়ের ১১ সদস্য গ্রেফতার

চাঁদপুর শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ১১ তরুণকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার বিকালে সদর মডেল থানার একটি বিশেষ দল শহরের নাজির পাড়া, দক্ষিণ দাসদী, বঙ্গবন্ধু সড়ক, জামতলা, মুসলিম পাড়া ও তালতলা এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করে।

পুলিশের দাবি, গ্রেফতারকৃতরা কিশোর গ্যাংয়ের সদস্য, যারা বিভিন্ন ধরনের অপরাধে জড়িত ছিল। গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছে, জুবায়েদ হোসেন (১৯), ইব্রাহিম গাজী (১৯), সাহিদুল ইসলাম (রমজান) (১৮), হাসিবুল হাসান (মিরাজ) (১৮), আকাশ গাজী (১৯), জুনায়েত সিদ্দিক (আপন) (১৮), খালেক সাইফুল (জাহিদ) (১৮), আব্দুর রহমান (শাওন) (১৯), সাকিবুল ইসলাম (মামুন) (১৮), শেখ ফরিদ (২০) ও সাফিন আহম্মেদ (১৮)।

চাঁদপুর মডেল থানার ওসি বাহার মিয়া জানান, “এদের বিরুদ্ধে সন্ত্রাসী কার্যকলাপ এবং গ্যাংভিত্তিক অপরাধমূলক কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।”

এদিকে, পুলিশ জানিয়েছে, শহরের বিভিন্ন এলাকায় গ্যাংয়ের সদস্যদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে, এবং শৃঙ্খলা ফিরিয়ে আনতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

জনপ্রিয়

আগামী পাঁচ দিন ঝড়বৃষ্টি ও শিলাবৃষ্টির সম্ভাবনা, তাপমাত্রা থাকবে প্রায় অপরিবর্তিত

চাঁদপুর শহরে কিশোর গ্যাংয়ের ১১ সদস্য গ্রেফতার

প্রকাশিত: ১১:৪১ পূর্বাহ্ন, সোমবার, ১০ মার্চ ২০২৫

চাঁদপুর শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ১১ তরুণকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার বিকালে সদর মডেল থানার একটি বিশেষ দল শহরের নাজির পাড়া, দক্ষিণ দাসদী, বঙ্গবন্ধু সড়ক, জামতলা, মুসলিম পাড়া ও তালতলা এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করে।

পুলিশের দাবি, গ্রেফতারকৃতরা কিশোর গ্যাংয়ের সদস্য, যারা বিভিন্ন ধরনের অপরাধে জড়িত ছিল। গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছে, জুবায়েদ হোসেন (১৯), ইব্রাহিম গাজী (১৯), সাহিদুল ইসলাম (রমজান) (১৮), হাসিবুল হাসান (মিরাজ) (১৮), আকাশ গাজী (১৯), জুনায়েত সিদ্দিক (আপন) (১৮), খালেক সাইফুল (জাহিদ) (১৮), আব্দুর রহমান (শাওন) (১৯), সাকিবুল ইসলাম (মামুন) (১৮), শেখ ফরিদ (২০) ও সাফিন আহম্মেদ (১৮)।

চাঁদপুর মডেল থানার ওসি বাহার মিয়া জানান, “এদের বিরুদ্ধে সন্ত্রাসী কার্যকলাপ এবং গ্যাংভিত্তিক অপরাধমূলক কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।”

এদিকে, পুলিশ জানিয়েছে, শহরের বিভিন্ন এলাকায় গ্যাংয়ের সদস্যদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে, এবং শৃঙ্খলা ফিরিয়ে আনতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।