অবৈধভাবে সীমান্ত পারাপারের অভিযোগে ঝিনাইদহে নারী ও শিশু সহ ১২ জনকে আটক করেছে বিজিবি। আটককৃতদের মধ্যে ৭ জন নারী ও ২ জন শিশু রয়েছে। এছাড়া পৃথক মাদক বিরোধী অভিযানে ৪৯০ পিস উত্তেজক ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার (২৭ মে) মহেশপুর ৫৮ বিজিবি ব্যাটেলিয়নের সহকারী পরিচালক ও ভারপ্রাপ্ত কোয়ার্টার মাস্টার মোহাম্মদ সাইফুল ইসলাম এর পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
আটক পুরুষ বাংলাদেশিরা হলেন- নড়াইলের কালিয়া থানার আটলিয়া গ্রামের রবিউল ইসলামের ছেলে শাহিনুর রহমান সবুজ (২৫), যশোরের অভয়নগরের মশিয়াহাটি গ্রামের দিল্লীশ্বর বিশ্বাসের ছেলে দীনেশ বিশ্বাস (৪৫) এবং বাগেরহাটের ফকিরহাট থানার ডহর মৌতোগ গ্রামের গৌরাঙ্গ মজুমদারের ছেলে গৌরব মজুমদার (২১)।
বিজিবি জানিয়েছে, মহেশপুর ৫৮ বিজিবি ব্যাটেলিয়নের অধীন কুমিল্লাপাড়া, বাঘাডাঙ্গা, বেনীপুর ও খোসালপুর বিওপি পৃথক পৃথক অভিযান পরিচালনা করে। এসব অভিযানে অবৈধভাবে সীমান্ত পেরিয়ে বাংলাদেশ থেকে ভারতে ও ভারত থেকে বাংলাদেশে অনুপ্রবেশের অভিযোগে ১২ জনকে আটক করা হয়। আটককৃতদের মধ্যে ৭ জন নারী ও ২ জন শিশু রয়েছে। আটক সকলেই বাংলাদেশি নাগরিক। আটককৃতদের মহেশপুর ও চুয়াডাঙ্গার জীবননগর থানায় সোপর্দ করা হয়েছে।
এছাড়া রাজাপুর বিওপি’র হাবিলদার আকরাম হোসেনের নেতৃত্বে মাদকবিরোধী অভিযানে ৪৯০ পিস উত্তেজক ট্যাবলেট উদ্ধার করে বিজিবি। তবে এঘটনায় বিজিবি কাউকে আটক করতে পারেনি।
মহেশপুর থানার ওসি সাইফুল ইসলাম বলেন, মামলা দায়েরের মাধ্যমে আটককৃতদের আদালতে সোপর্দ করা হবে।