ঢাকা , বৃহস্পতিবার, ২৯ মে ২০২৫, ১৪ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ :
শাহবাগীদের বিচার দাবি হেফাজতের, জুলাইয়ে ঐক্যবদ্ধ থাকার আহ্বান সুস্পষ্ট লঘুচাপ ঘণীভূত হয়ে নিম্নচাপে পরিণত হওয়ার শঙ্কা, ছয় বিভাগে অতিভারি বর্ষণের পূর্বাভাস হয়রানিমূলক মামলা প্রত্যাহারে রাজনৈতিক দলগুলোর সহায়তা চায় সরকার কুকি-চিনের ইউনিফর্ম সন্দেহে চট্টগ্রামে গার্মেন্টস থেকে ফের ১৫ হাজার পোশাক জব্দ বাংলাদেশে পরিবেশবান্ধব পোশাক কারখানার সংখ্যা বেড়ে ২৪৪ ঈদুল আজহা উপলক্ষে পাঁচদিন পত্রিকা প্রকাশ বন্ধ থাকবে নাম বদলানো হলো ১৯৫টি স্টেডিয়াম ও ক্রীড়া স্থাপনার বোরো সংগ্রহ সফল হবে বলে আশা খাদ্য উপদেষ্টার ২০২৫ সালের জুনের মধ্যে নির্বাচন আয়োজনের অঙ্গীকার প্রধান উপদেষ্টার অনলাইন জুয়া নিয়ন্ত্রণে এআই প্রযুক্তি ব্যবহারের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের

জুনের শুরুতে রাজনৈতিক দলের সঙ্গে দ্বিতীয় দফার আলোচনা শুরু করবে ঐকমত্য কমিশন

ঐকমত্য কমিশন আগামী জুনের প্রথম সপ্তাহে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংস্কার বিষয়ক দ্বিতীয় দফার আলোচনা শুরু করবে। সোমবার (২৬ মে) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়।

 

বৈঠকে কমিশনের সদস্যরা রাজনৈতিক দলগুলোর সঙ্গে প্রথম দফা আলোচনার অগ্রগতি উপস্থাপন করেন এবং জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে নাগরিক সমাজ ও তৃণমূল সংগঠনকে সম্পৃক্ত করার পরামর্শ দেন প্রধান উপদেষ্টা।

 

তিনি বলেন, জনগণকে নির্বাচনমুখী করতে হবে এবং ব্যালট বাক্স ছিনতাইয়ের মতো ঘটনা যেন না ঘটে সে বিষয়ে সবাইকে সচেতন থাকতে হবে।

 

সভায় অতীত নির্বাচনে অনিয়মের তদন্তে একটি স্বাধীন কমিশন গঠনের প্রস্তাব তোলা হয় এবং এতে সব রাজনৈতিক দল ইতোমধ্যে একমত হয়েছে বলে জানান সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ।

 

কমিশন সদস্য আইয়ুব ভূঁইয়া জনপ্রশাসন সংস্কারে একটি নতুন কমিশন গঠনের আহ্বান জানান। অন্যান্য সদস্যরা বিচার বিভাগ, দুর্নীতি দমন, স্বাস্থ্য, নারী, গণমাধ্যম, শ্রমসহ বিভিন্ন বিষয়ে গঠিত সংস্কার কমিশনগুলোর সুপারিশ বাস্তবায়নে রোডম্যাপ তৈরির পরামর্শ দেন।

 

এছাড়া, নির্বাচন কমিশন সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার ২০০৮ সালের স্থানীয় সরকার নির্বাচনের খসড়া প্রস্তাব অধ্যাদেশ আকারে প্রকাশের দাবি জানান।

জনপ্রিয়

শাহবাগীদের বিচার দাবি হেফাজতের, জুলাইয়ে ঐক্যবদ্ধ থাকার আহ্বান

জুনের শুরুতে রাজনৈতিক দলের সঙ্গে দ্বিতীয় দফার আলোচনা শুরু করবে ঐকমত্য কমিশন

প্রকাশিত: ০২:১১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৭ মে ২০২৫

ঐকমত্য কমিশন আগামী জুনের প্রথম সপ্তাহে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংস্কার বিষয়ক দ্বিতীয় দফার আলোচনা শুরু করবে। সোমবার (২৬ মে) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়।

 

বৈঠকে কমিশনের সদস্যরা রাজনৈতিক দলগুলোর সঙ্গে প্রথম দফা আলোচনার অগ্রগতি উপস্থাপন করেন এবং জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে নাগরিক সমাজ ও তৃণমূল সংগঠনকে সম্পৃক্ত করার পরামর্শ দেন প্রধান উপদেষ্টা।

 

তিনি বলেন, জনগণকে নির্বাচনমুখী করতে হবে এবং ব্যালট বাক্স ছিনতাইয়ের মতো ঘটনা যেন না ঘটে সে বিষয়ে সবাইকে সচেতন থাকতে হবে।

 

সভায় অতীত নির্বাচনে অনিয়মের তদন্তে একটি স্বাধীন কমিশন গঠনের প্রস্তাব তোলা হয় এবং এতে সব রাজনৈতিক দল ইতোমধ্যে একমত হয়েছে বলে জানান সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ।

 

কমিশন সদস্য আইয়ুব ভূঁইয়া জনপ্রশাসন সংস্কারে একটি নতুন কমিশন গঠনের আহ্বান জানান। অন্যান্য সদস্যরা বিচার বিভাগ, দুর্নীতি দমন, স্বাস্থ্য, নারী, গণমাধ্যম, শ্রমসহ বিভিন্ন বিষয়ে গঠিত সংস্কার কমিশনগুলোর সুপারিশ বাস্তবায়নে রোডম্যাপ তৈরির পরামর্শ দেন।

 

এছাড়া, নির্বাচন কমিশন সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার ২০০৮ সালের স্থানীয় সরকার নির্বাচনের খসড়া প্রস্তাব অধ্যাদেশ আকারে প্রকাশের দাবি জানান।