ঢাকা , বৃহস্পতিবার, ২৯ মে ২০২৫, ১৪ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ :
শাহবাগীদের বিচার দাবি হেফাজতের, জুলাইয়ে ঐক্যবদ্ধ থাকার আহ্বান সুস্পষ্ট লঘুচাপ ঘণীভূত হয়ে নিম্নচাপে পরিণত হওয়ার শঙ্কা, ছয় বিভাগে অতিভারি বর্ষণের পূর্বাভাস হয়রানিমূলক মামলা প্রত্যাহারে রাজনৈতিক দলগুলোর সহায়তা চায় সরকার কুকি-চিনের ইউনিফর্ম সন্দেহে চট্টগ্রামে গার্মেন্টস থেকে ফের ১৫ হাজার পোশাক জব্দ বাংলাদেশে পরিবেশবান্ধব পোশাক কারখানার সংখ্যা বেড়ে ২৪৪ ঈদুল আজহা উপলক্ষে পাঁচদিন পত্রিকা প্রকাশ বন্ধ থাকবে নাম বদলানো হলো ১৯৫টি স্টেডিয়াম ও ক্রীড়া স্থাপনার বোরো সংগ্রহ সফল হবে বলে আশা খাদ্য উপদেষ্টার ২০২৫ সালের জুনের মধ্যে নির্বাচন আয়োজনের অঙ্গীকার প্রধান উপদেষ্টার অনলাইন জুয়া নিয়ন্ত্রণে এআই প্রযুক্তি ব্যবহারের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের

গাজার জন্য ২৬ লাখ টাকা অনুদান দিল উত্তরা বাইতুল আমান জামে মসজিদ কমিটি

ইসরায়েলি আগ্রাসনের শিকার ফিলিস্তিনিদের পাশে দাঁড়িয়েছে ঢাকার উত্তরা ১৪ নম্বর সেক্টরের বাইতুল আমান জামে মসজিদ কমিটি। যুদ্ধবিধ্বস্ত গাজার মানুষের সহায়তায় তারা ২৬ লাখ টাকা অনুদান দিয়েছে। সোমবার (২৬ মে) এক আলোচনা সভার মাধ্যমে এই অনুদান মোহাম্মদপুরস্থ হাফেজ্জী হুজুর (রহ.) সেবা ফাউন্ডেশনের হাতে তুলে দেওয়া হয়।

 

আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন ফাউন্ডেশনের উপদেষ্টা মুহাম্মদ মীকাইল করীম। তিনি বলেন, গাজার সংকট নিরসন না হওয়া পর্যন্ত তাদের কার্যক্রম অব্যাহত থাকবে। বর্তমানে খাদ্য, পানি, চিকিৎসা ও তাঁবু সবচেয়ে বেশি প্রয়োজন।

 

ফাউন্ডেশনের সভাপতি মাওলানা মুহাম্মদ রজীবুল হক জানান, বাংলাদেশিদের উদ্যোগে গাজায় খাবার, চিকিৎসা, ঘরবাড়ি ও সৌর বিদ্যুৎ ব্যবস্থা করা হচ্ছে। তাঁবু ও কুরবানির ব্যবস্থাও নেওয়া হয়েছে।

 

মসজিদ কমিটির সভাপতি মুহাম্মদ তোফাজ্জল হোসেন বলেন, হামলার শুরু থেকেই গাজার মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা চলছে। ফাউন্ডেশন প্রতিদিন হাজার হাজার মানুষকে রান্না করা খাবার সরবরাহ করছে।

 

তিনি আরও জানান, খান ইউনুস, দেইর আল বালাহ, মাওয়াসি কারারা ও উত্তর গাজার মতো বিধ্বস্ত এলাকাগুলোতে খাবার পৌঁছে দিচ্ছেন স্বেচ্ছাসেবকরা।

 

অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন মসজিদের খতিব মাওলানা আমীর হামজা। এছাড়াও উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের কর্মকর্তারা ও মসজিদ কমিটির সদস্যরা।

জনপ্রিয়

শাহবাগীদের বিচার দাবি হেফাজতের, জুলাইয়ে ঐক্যবদ্ধ থাকার আহ্বান

গাজার জন্য ২৬ লাখ টাকা অনুদান দিল উত্তরা বাইতুল আমান জামে মসজিদ কমিটি

প্রকাশিত: ০১:৫৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৭ মে ২০২৫

ইসরায়েলি আগ্রাসনের শিকার ফিলিস্তিনিদের পাশে দাঁড়িয়েছে ঢাকার উত্তরা ১৪ নম্বর সেক্টরের বাইতুল আমান জামে মসজিদ কমিটি। যুদ্ধবিধ্বস্ত গাজার মানুষের সহায়তায় তারা ২৬ লাখ টাকা অনুদান দিয়েছে। সোমবার (২৬ মে) এক আলোচনা সভার মাধ্যমে এই অনুদান মোহাম্মদপুরস্থ হাফেজ্জী হুজুর (রহ.) সেবা ফাউন্ডেশনের হাতে তুলে দেওয়া হয়।

 

আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন ফাউন্ডেশনের উপদেষ্টা মুহাম্মদ মীকাইল করীম। তিনি বলেন, গাজার সংকট নিরসন না হওয়া পর্যন্ত তাদের কার্যক্রম অব্যাহত থাকবে। বর্তমানে খাদ্য, পানি, চিকিৎসা ও তাঁবু সবচেয়ে বেশি প্রয়োজন।

 

ফাউন্ডেশনের সভাপতি মাওলানা মুহাম্মদ রজীবুল হক জানান, বাংলাদেশিদের উদ্যোগে গাজায় খাবার, চিকিৎসা, ঘরবাড়ি ও সৌর বিদ্যুৎ ব্যবস্থা করা হচ্ছে। তাঁবু ও কুরবানির ব্যবস্থাও নেওয়া হয়েছে।

 

মসজিদ কমিটির সভাপতি মুহাম্মদ তোফাজ্জল হোসেন বলেন, হামলার শুরু থেকেই গাজার মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা চলছে। ফাউন্ডেশন প্রতিদিন হাজার হাজার মানুষকে রান্না করা খাবার সরবরাহ করছে।

 

তিনি আরও জানান, খান ইউনুস, দেইর আল বালাহ, মাওয়াসি কারারা ও উত্তর গাজার মতো বিধ্বস্ত এলাকাগুলোতে খাবার পৌঁছে দিচ্ছেন স্বেচ্ছাসেবকরা।

 

অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন মসজিদের খতিব মাওলানা আমীর হামজা। এছাড়াও উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের কর্মকর্তারা ও মসজিদ কমিটির সদস্যরা।