ইসরায়েলি আগ্রাসনের শিকার ফিলিস্তিনিদের পাশে দাঁড়িয়েছে ঢাকার উত্তরা ১৪ নম্বর সেক্টরের বাইতুল আমান জামে মসজিদ কমিটি। যুদ্ধবিধ্বস্ত গাজার মানুষের সহায়তায় তারা ২৬ লাখ টাকা অনুদান দিয়েছে। সোমবার (২৬ মে) এক আলোচনা সভার মাধ্যমে এই অনুদান মোহাম্মদপুরস্থ হাফেজ্জী হুজুর (রহ.) সেবা ফাউন্ডেশনের হাতে তুলে দেওয়া হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন ফাউন্ডেশনের উপদেষ্টা মুহাম্মদ মীকাইল করীম। তিনি বলেন, গাজার সংকট নিরসন না হওয়া পর্যন্ত তাদের কার্যক্রম অব্যাহত থাকবে। বর্তমানে খাদ্য, পানি, চিকিৎসা ও তাঁবু সবচেয়ে বেশি প্রয়োজন।
ফাউন্ডেশনের সভাপতি মাওলানা মুহাম্মদ রজীবুল হক জানান, বাংলাদেশিদের উদ্যোগে গাজায় খাবার, চিকিৎসা, ঘরবাড়ি ও সৌর বিদ্যুৎ ব্যবস্থা করা হচ্ছে। তাঁবু ও কুরবানির ব্যবস্থাও নেওয়া হয়েছে।
মসজিদ কমিটির সভাপতি মুহাম্মদ তোফাজ্জল হোসেন বলেন, হামলার শুরু থেকেই গাজার মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা চলছে। ফাউন্ডেশন প্রতিদিন হাজার হাজার মানুষকে রান্না করা খাবার সরবরাহ করছে।
তিনি আরও জানান, খান ইউনুস, দেইর আল বালাহ, মাওয়াসি কারারা ও উত্তর গাজার মতো বিধ্বস্ত এলাকাগুলোতে খাবার পৌঁছে দিচ্ছেন স্বেচ্ছাসেবকরা।
অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন মসজিদের খতিব মাওলানা আমীর হামজা। এছাড়াও উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের কর্মকর্তারা ও মসজিদ কমিটির সদস্যরা।