ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষার্থী এবং এফ রহমান হল ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক শাহরিয়ার আলম সাম্য হত্যার ঘটনায় দায়ের করা মামলায় অভিযুক্ত মো. রিপন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।
সোমবার (২৬ মে) তাকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। মামলার তদন্তকারী কর্মকর্তা রিপনের স্বেচ্ছায় দায় স্বীকারের কথা জানিয়ে জবানবন্দি রেকর্ডের আবেদন করেন। আদালতের ম্যাজিস্ট্রেট মিনহাজুল ইসলাম তার জবানবন্দি রেকর্ড করেন এবং পরে রিপনকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
এছাড়া মামলার সুষ্ঠু তদন্তের জন্য সোহাগ, হৃদয় ইসলাম ও রবিনকে সাত দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করা হয়। শুনানি শেষে ম্যাজিস্ট্রেট সাইফুজ্জামান তাদের প্রত্যেকের দুই দিন করে রিমান্ড মঞ্জুর করেন। অপর আসামি সুজন সরকারকে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।
এর আগে রোববার (২৫ মে) তাদের রাজধানীর বিভিন্ন এলাকা থেকে গ্রেফতার করে পুলিশ।
উল্লেখ্য, গত ১৩ মে রাতে ঢাবি এলাকায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে গুরুতর আহত হন শাহরিয়ার আলম সাম্য। পরে সহপাঠীরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরদিন তার বড় ভাই শরীফুল ইসলাম শাহবাগ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।