ঢাকা , বৃহস্পতিবার, ২৯ মে ২০২৫, ১৪ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ :
শাহবাগীদের বিচার দাবি হেফাজতের, জুলাইয়ে ঐক্যবদ্ধ থাকার আহ্বান সুস্পষ্ট লঘুচাপ ঘণীভূত হয়ে নিম্নচাপে পরিণত হওয়ার শঙ্কা, ছয় বিভাগে অতিভারি বর্ষণের পূর্বাভাস হয়রানিমূলক মামলা প্রত্যাহারে রাজনৈতিক দলগুলোর সহায়তা চায় সরকার কুকি-চিনের ইউনিফর্ম সন্দেহে চট্টগ্রামে গার্মেন্টস থেকে ফের ১৫ হাজার পোশাক জব্দ বাংলাদেশে পরিবেশবান্ধব পোশাক কারখানার সংখ্যা বেড়ে ২৪৪ ঈদুল আজহা উপলক্ষে পাঁচদিন পত্রিকা প্রকাশ বন্ধ থাকবে নাম বদলানো হলো ১৯৫টি স্টেডিয়াম ও ক্রীড়া স্থাপনার বোরো সংগ্রহ সফল হবে বলে আশা খাদ্য উপদেষ্টার ২০২৫ সালের জুনের মধ্যে নির্বাচন আয়োজনের অঙ্গীকার প্রধান উপদেষ্টার অনলাইন জুয়া নিয়ন্ত্রণে এআই প্রযুক্তি ব্যবহারের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের

ঢাবি শিক্ষার্থী সাম্য হত্যা: রিপনের স্বীকারোক্তি, তিন আসামির রিমান্ড মঞ্জুর

ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষার্থী এবং এফ রহমান হল ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক শাহরিয়ার আলম সাম্য হত্যার ঘটনায় দায়ের করা মামলায় অভিযুক্ত মো. রিপন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

 

সোমবার (২৬ মে) তাকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। মামলার তদন্তকারী কর্মকর্তা রিপনের স্বেচ্ছায় দায় স্বীকারের কথা জানিয়ে জবানবন্দি রেকর্ডের আবেদন করেন। আদালতের ম্যাজিস্ট্রেট মিনহাজুল ইসলাম তার জবানবন্দি রেকর্ড করেন এবং পরে রিপনকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

 

এছাড়া মামলার সুষ্ঠু তদন্তের জন্য সোহাগ, হৃদয় ইসলাম ও রবিনকে সাত দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করা হয়। শুনানি শেষে ম্যাজিস্ট্রেট সাইফুজ্জামান তাদের প্রত্যেকের দুই দিন করে রিমান্ড মঞ্জুর করেন। অপর আসামি সুজন সরকারকে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।

 

এর আগে রোববার (২৫ মে) তাদের রাজধানীর বিভিন্ন এলাকা থেকে গ্রেফতার করে পুলিশ।

 

উল্লেখ্য, গত ১৩ মে রাতে ঢাবি এলাকায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে গুরুতর আহত হন শাহরিয়ার আলম সাম্য। পরে সহপাঠীরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরদিন তার বড় ভাই শরীফুল ইসলাম শাহবাগ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

জনপ্রিয়

শাহবাগীদের বিচার দাবি হেফাজতের, জুলাইয়ে ঐক্যবদ্ধ থাকার আহ্বান

ঢাবি শিক্ষার্থী সাম্য হত্যা: রিপনের স্বীকারোক্তি, তিন আসামির রিমান্ড মঞ্জুর

প্রকাশিত: ০১:৫৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৭ মে ২০২৫

ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষার্থী এবং এফ রহমান হল ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক শাহরিয়ার আলম সাম্য হত্যার ঘটনায় দায়ের করা মামলায় অভিযুক্ত মো. রিপন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

 

সোমবার (২৬ মে) তাকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। মামলার তদন্তকারী কর্মকর্তা রিপনের স্বেচ্ছায় দায় স্বীকারের কথা জানিয়ে জবানবন্দি রেকর্ডের আবেদন করেন। আদালতের ম্যাজিস্ট্রেট মিনহাজুল ইসলাম তার জবানবন্দি রেকর্ড করেন এবং পরে রিপনকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

 

এছাড়া মামলার সুষ্ঠু তদন্তের জন্য সোহাগ, হৃদয় ইসলাম ও রবিনকে সাত দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করা হয়। শুনানি শেষে ম্যাজিস্ট্রেট সাইফুজ্জামান তাদের প্রত্যেকের দুই দিন করে রিমান্ড মঞ্জুর করেন। অপর আসামি সুজন সরকারকে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।

 

এর আগে রোববার (২৫ মে) তাদের রাজধানীর বিভিন্ন এলাকা থেকে গ্রেফতার করে পুলিশ।

 

উল্লেখ্য, গত ১৩ মে রাতে ঢাবি এলাকায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে গুরুতর আহত হন শাহরিয়ার আলম সাম্য। পরে সহপাঠীরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরদিন তার বড় ভাই শরীফুল ইসলাম শাহবাগ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।