বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের মানব সম্পদ বিভাগের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. কবীর হোসেনকে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ প্রকল্পের পরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। সোমবার (২৫ মে) বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়। তিনি ড. জাহেদুল হাছানের স্থলাভিষিক্ত হবেন।
কবীর হোসেন ১৯৭৫ সালের ১২ জুন বরগুনা জেলার বামনা উপজেলার গোলাঘাটা গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগ থেকে বিএসসি (সম্মান) ও এমএসসি এবং পরে জাপানের কিউশু বিশ্ববিদ্যালয় থেকে নিউক্লিয়ার ইঞ্জিনিয়ারিং-এ পিএইচডি ডিগ্রি অর্জন করেন।
তিনি ২০০০ সালের ১৭ জানুয়ারি বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনে যোগদান করেন এবং বর্তমানে প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা হিসেবে কর্মরত। ২০১৯-২০২৪ সালে মানবসম্পদ ব্যবস্থাপনা প্রধান ও ২০২৪-২০২৫ সালে উপ-প্রকল্প পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন।
এই দায়িত্বকালীন সময়ে তিনি আইএইএ এবং রাশান ফেডারেশনের সঙ্গে প্রশিক্ষণ কর্মসূচি সমন্বয়সহ প্রকল্পের গুরুত্বপূর্ণ নকশা ও বাস্তবায়নে ভূমিকা রেখেছেন। তিনি আইএইএ, জাপান অ্যাটোমিক এনার্জি রিসার্চ ইনস্টিটিউট, ওবনিনস্কের সিআইসিইটি এবং আরসিএ আয়োজিত আন্তর্জাতিক প্রশিক্ষণ ও মিশনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেন।
পাবনার ঈশ্বরদীর রূপপুরে রাশান ফেডারেশনের কারিগরি সহায়তায় ৩ প্লাস জেনারেশনের ভিভিইআর-১২০০ প্রযুক্তির দুটি ইউনিট নির্মাণের কাজ প্রায় শেষ পর্যায়ে রয়েছে। নির্মাণ শেষ হলে জাতীয় গ্রিডে ২৪০০ মেগাওয়াট বিদ্যুৎ যোগ হবে।