নোয়াখালী জেলা বিএনপির অধীন ৯ উপজেলা, ৮ পৌরসভা ও ৯১ ইউনিয়নের মোট ৯৯৯ ইউনিটের কমিটি একযোগে বিলুপ্ত ঘোষণা করা হয়েছে।
সোমবার (২৬ মে) মাইজদীর একটি রেস্তোরাঁর হলরুমে আয়োজিত জেলা বিএনপির আহ্বায়ক কমিটির প্রথম পরিচিতি সভায় এই ঘোষণা দেন চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামিম। তিনি জানান, আগামী তিন মাসের মধ্যে ওয়ার্ডভিত্তিক নতুন কমিটি গঠনের মাধ্যমে উপজেলা ও জেলা কমিটি পুনর্গঠন করা হবে।
তিনি বলেন, প্রতি ওয়ার্ডে কমপক্ষে ১০০ সদস্যের ভোটে ৫১ সদস্যের কমিটি গঠন করতে হবে এবং আওয়ামী সন্ত্রাসী বা স্বৈরাচারের দোসরদের নতুন কমিটিতে রাখা যাবে না।
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট এবিএম জাকারিয়া জানান, আজ থেকে সব পুরনো কমিটির নেতারা সাবেক হয়ে গেছেন। গঠনতন্ত্র মেনে নতুন কমিটি গঠন করা হবে এবং নিয়ম ভঙ্গ হলে অনুসন্ধান টিম ব্যবস্থা নেবে।
সভায় সভাপতিত্ব করেন জেলা আহ্বায়ক মাহবুব আলমগীর আলো এবং সঞ্চালনা করেন সদস্য সচিব হারুনুর রশীদ আজাদ। সভায় জেলা ও কেন্দ্রীয় পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।