ঢাকা , শনিবার, ২৪ মে ২০২৫, ১০ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ :
সাবেক নৌ-প্রতিমন্ত্রীসহ ১৫৫ জনের বিরুদ্ধে মামলা পালটাপালটি আকাশসীমা বন্ধের মেয়াদ বাড়াল ভারত ও পাকিস্তান অন্তর্বর্তী সরকার পুনর্গঠন করতে হলে যেসব আইনি প্রশ্ন সামনে আসবে কক্সবাজারে মার্কিন সেনা উপস্থিতি নিয়ে যে মন্তব্য করলো ভারত ভারতকে দেওয়া জাহাজ নির্মাণের কার্যাদেশ বাতিলের খবর হার্ভার্ডে বিদেশি ভর্তি বন্ধে ট্রাম্পের পরিকল্পনা আটকাল আদালত পাল্টাপাল্টি বাণিজ্য নিষেধাজ্ঞায় ক্ষতিগ্রস্ত বাংলাদেশ-ভারত আমি হলে হাসনাতকে স্বরাষ্ট্র উপদেষ্টার দায়িত্ব দিতাম: ইলিয়াস রাজধানীর মোহাম্মদপুরে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ২৬ ৪ সমুদ্রবন্দর থেকে সতর্ক সংকেত নামলো

সীতাকুণ্ডে তেলের ডিপোতে নিহত তরুণের পরিচয় মিলেছে

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ফৌজদারহাট এলাকায় একটি তেলের ডিপোতে কাজ করার সময় ভয়াবহ দুর্ঘটনায় এক তরুণের মৃত্যু হয়েছে এবং আরও তিনজন গুরুতর আহত হয়েছেন। নিহত তরুণের নাম আরিফ হোসেন (১৮), সে কক্সবাজারের উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের পশ্চিম পাড়া এলাকার নুরুল ইসলামের পুত্র।

 

জানা গেছে, আরিফ হোসেন ২০২৪ সালের এসএসসি পরীক্ষায় পালংখালী উচ্চ বিদ্যালয় থেকে উত্তীর্ণ হয় এবং সীতাকুণ্ডে বোনের সহোদরের সঙ্গে একটি ডিপোতে চাকরি করছিল।

 

 

বৃহস্পতিবার (২২ মে) রাত আনুমানিক ৮টার দিকে মো. জামাল কোম্পানির কালো তেলের ডিপোতে কাজ করার সময় এক শ্রমিক হঠাৎ নিচে পড়ে যান। তাকে উদ্ধার করতে গিয়ে এক কর্মকর্তাসহ আরও তিনজন শ্রমিকও ডিপোর মধ্যে পড়ে গিয়ে মারাত্মকভাবে অগ্নিদগ্ধ হন।

 

পরে কুমিরা ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আরিফ হোসেনের মৃত্যু হয়।

 

কুমিরা ফায়ার সার্ভিস স্টেশনের ফায়ার ফাইটার সৈয়দ আব্দুল্লাহ দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। এছাড়া হাসপাতাল পুলিশ ফাঁড়ির এসআই মো. আলাউদ্দিন জানান, রাত ৯টার দিকে আহতদের চমেক হাসপাতালে ভর্তি করা হয়।

জনপ্রিয়

সাবেক নৌ-প্রতিমন্ত্রীসহ ১৫৫ জনের বিরুদ্ধে মামলা

সীতাকুণ্ডে তেলের ডিপোতে নিহত তরুণের পরিচয় মিলেছে

প্রকাশিত: ১৩ ঘন্টা আগে

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ফৌজদারহাট এলাকায় একটি তেলের ডিপোতে কাজ করার সময় ভয়াবহ দুর্ঘটনায় এক তরুণের মৃত্যু হয়েছে এবং আরও তিনজন গুরুতর আহত হয়েছেন। নিহত তরুণের নাম আরিফ হোসেন (১৮), সে কক্সবাজারের উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের পশ্চিম পাড়া এলাকার নুরুল ইসলামের পুত্র।

 

জানা গেছে, আরিফ হোসেন ২০২৪ সালের এসএসসি পরীক্ষায় পালংখালী উচ্চ বিদ্যালয় থেকে উত্তীর্ণ হয় এবং সীতাকুণ্ডে বোনের সহোদরের সঙ্গে একটি ডিপোতে চাকরি করছিল।

 

 

বৃহস্পতিবার (২২ মে) রাত আনুমানিক ৮টার দিকে মো. জামাল কোম্পানির কালো তেলের ডিপোতে কাজ করার সময় এক শ্রমিক হঠাৎ নিচে পড়ে যান। তাকে উদ্ধার করতে গিয়ে এক কর্মকর্তাসহ আরও তিনজন শ্রমিকও ডিপোর মধ্যে পড়ে গিয়ে মারাত্মকভাবে অগ্নিদগ্ধ হন।

 

পরে কুমিরা ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আরিফ হোসেনের মৃত্যু হয়।

 

কুমিরা ফায়ার সার্ভিস স্টেশনের ফায়ার ফাইটার সৈয়দ আব্দুল্লাহ দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। এছাড়া হাসপাতাল পুলিশ ফাঁড়ির এসআই মো. আলাউদ্দিন জানান, রাত ৯টার দিকে আহতদের চমেক হাসপাতালে ভর্তি করা হয়।