বিভিন্ন ইস্যুতে দেশের রাজনৈতিক পরিস্থিতি হঠাৎ উত্তপ্ত হয়ে ওঠায় প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসকে সর্বদলীয় বৈঠক ডাকার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। বৃহস্পতিবার (২২ মে) সন্ধ্যায় জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের এক জরুরি বৈঠকে এ আহ্বান জানান তিনি।
বৈঠকে কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্যরা উপস্থিত ছিলেন এবং দেশের সামগ্রিক পরিস্থিতি নিয়ে বিস্তৃত আলোচনা হয়।
এর আগে এক ফেসবুক পোস্টে তিনি ফ্যাসিবাদবিরোধী সব পক্ষকে মান-অভিমান ও ক্ষোভ একদিকে রেখে জাতীয় স্বার্থে দূরদর্শী ও দায়িত্বশীল ভূমিকা পালনের অনুরোধ জানান।
তিনি বলেন, “আল্লাহ এই জাতিকে সাহায্য করুন এবং সব ধরনের ক্ষতির হাত থেকে রক্ষা করুন, আমিন।”